মাহমুদ আল হেলাল উজ্জামানের কবিতার বই সাজঘরে ক্রীতদাস প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত

শিল্প-সাহিত্যের পত্রিকা ‘শ্বেতপত্র’-র উদ্যোগে ৯ সেপ্টেম্বর (২০২২) কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো সাহিত্য বৈঠক৷ এবারের আলোচ্য বিষয় ছিলো, কবি মাহমুদ আল হেলাল উজ্জামানের প্রথম কবিতার বই ‘সাজঘরে ক্রীতদাস’৷ বিকেল সাড়ে পাঁচটায় উদীচী মিলনায়তনে শ্বেতপত্র সম্পাদক মোকলেছুর রহমানের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অনুবাদক, প্রাবন্ধিক ও কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুশান্ত বর্মণ৷ অন্যান্য আলোচকবৃন্দ হলেন কুড়িগ্রামের অন্যতম কবি ও ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, উদীচী কুড়িগ্রামের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ রায় ও উদীচী কুড়িগ্রামের সহ-সাধারণ সম্পাদক রা ই বাবু৷ এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন কুড়িগ্রামের সর্বজন শ্রদ্ধেয় কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, নাট্যনির্দেশক সরদার মোহম্মদ রাজ্জাক, গল্পকার ও ‘একাল’ সম্পাদক জুলকারনাইন স্বপন, অনলাইন সাহিত্যপত্র ‘রৈখিক’ সম্পাদক জাহানুর রহমান খোকন, তরুণ গল্পকার আশরাফ রাসেল, ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক রিদওয়ান পর্ব প্রমূখ৷ বক্তারা ‘সাজঘরে ক্রীতদাস’ বইটি নিয়ে বিস্তর আলোচনা করেন৷ আলোচনায় বইটির ন...