Posts

Showing posts from September, 2021

উদীচীর উদ্যোগে কুড়িগ্রামে শীঘ্রই চালু হচ্ছে ‘বাদল আহমেদ সংগীত নিকেতন’

Image
উদীচীর উদ্যোগে কুড়িগ্রামে শীঘ্রই চালু হচ্ছে ‘বাদল আহমেদ সংগীত নিকেতন’ কুড়িগ্রামে ‘বাদল আহমেদ সংগীত নিকেতন’ নামের একটি সংগীত বিদ্যালয়ের নবযাত্রা শুরু হচ্ছে৷ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের পরিচালনায় এ বিদ্যালয়টি চলবে বলে জানা গেছে। গত রবিবার (১৯ সেপ্টেম্বর ২০২১) বিকেল চারটায় কুড়িগ্রাম জেলা উদীচী মিলনায়তনে জেলা কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়৷ সভায় সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি নেজামুল হক বিলু। সর্বসম্মতিক্রমে জেলা কমিটির সাধারণ সম্পাদক লাইলী বেগমকে সংগীত নিকেতনের আহ্বায়ক ও সংগীত বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলালকে সদস্য সচিব নির্বাচিত করে পরিচালনা কমিটি গঠন করা হয়৷ উক্ত কমিটি অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে সংগীত বিদ্যালয়টির কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে৷

থিয়েটার জগতের পুরোধা ব্যক্তি আশীষ খন্দকারের জন্মদিন আজ

Image
মঞ্চ ও টেলিভিশন নাটকের শক্তিমান অভিনেতা আশীষ খন্দকারের জন্মদিন আজ৷ ১৯৬৪ খ্রিস্টাব্দের ১৩ই সেপ্টেম্বর তিনি বাংলাদেশের গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন৷ পিতা মরহুম খন্দকার আজিজুর রহমান ছিলেন গাইবান্ধা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, মাতা মরহুম নূরজাহান বেগম কেটি (আপা) ছিলেন গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক৷ আশীষ খন্দকার অভিনয় বিষয়ে গ্রাজুয়েট করেছেন দিল্লির National School Of Drama Institute (NSD-এনএসডি) থেকে। তার খুব কাছের বন্ধুরা বলিউডে অভিনয় করেন৷ মঞ্চনাটকে নির্দেশনা ও অভিনয় করা তাঁর নেশা৷ তবে ডিরেক্টরদের অনুরোধে মাঝে মাঝে টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে থাকেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা সেলিম আল দীনের গল্প অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘চাকা’৷ যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়৷ এরপর তিনি নির্মাণ করেন চলচ্চিত্র ‘বাথান’ ও ‘তার কোনো নাম নেই’৷ অনিমেষ আইচ যখন হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘নিষাদ’ নিয়ে টেলিফিল্ম বানাচ্ছিলেন, তখন মিসির আলী চরিত্রে অভিনয় করেছিলেন আশীষ খন্দকার৷ তিনি স্পেস এণ্ড এক্টিং রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে ৩০ বছর আগে৷ মঞ্চে

একুশে পদক প্রাপ্ত বাউল শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

Image
জন্ম-১৫ ফেব্রুয়ারি ১৯১৬ সুনামগঞ্জ দিরাই উপজেলা ধল গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ইব্রাহিম আলী ও মা নাইওরজান। সংগীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তার একমাত্র সঙ্গী। বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নেন কমর উদ্দিন, সাধক রসিদ উদ্দিন, শাহ ইব্রাহিম মোস্তান বকসের কাছ থেকে। শাহ আবদুল করিম বাংলার লোকজ সঙ্গীতের প্রবর্তক পুরুষ। ভাটি অঞ্চলের সুখ-দুঃখ ফুটিয়েছেন গানের কলিতে। জীবনের কথা- আগে কি সুন্দর দিন কাটাতাম। সুখ, দুঃখ- বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে। নদী, জল- ময়ূরপঙ্খী নাও প্রেম, বিচ্ছেদ, কূলহাড়া কলঙ্কিনী। অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গানের কথা লিখেছেন সুর করেছেন-গেয়েছেন দেড় সহস্রাধিক গান। ২০০১ সালে একুশে পদক ও সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাউল সম্রাটকে আজীবন সম্মাননায় ভূষিত করেন। গণজাগরণের গানের রচয়িতা বাউল শাহ আব্দুল করিম সহজ-সরল জীবন যাপনে অভ্যস্ত । গানকে পুষে অর্ধশতাব্দীরও বেশি লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে। এ জন্য মৌলবাদের নানা লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলন, কাগমারী সম্মেলন, ভাষার আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্ব

প্রখ্যাত দোতারাশিল্পী, সুরকার ও লোক সঙ্গীত সংগ্রাহক কানাইলাল শীলের ৪৫ তম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

Image
ভারত উপমহাদেশের প্রখ্যাত দোতারাশিল্পী এবং বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী ওস্তাদ কানাইলাল শীলের ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে আজ তাঁকে স্মরণ করি পরম শ্রদ্ধায়। তাঁর কর্মময় জীবনের স্মৃতির প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। দোতারাশিল্পীর পাশাপাশি তিনি ছিলেন পল্লীসঙ্গীতের একজন বিশিষ্ট সুরকার এবং লোকসঙ্গীত সংগ্রাহক। ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের সাথে তাঁর সখ্যতা ছিলো। আব্বাসউদ্দীন আহমদ তাঁর সুরে কয়েকটি পল্লিগীতি পরিবেশন করেছেন। সঙ্গীতে বিশেষ অবদানের জন্যে এই সংগীত ব্যক্তিত্ব মরণোত্তর "একুশে পদকে' ভূষিত হয়েছেন। তাঁর সঙ্গীত শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন মরমী শিল্পী আবদুল আলীম, নীনা হামিদ, সরদার আলাউদ্দিন প্রমুখ । আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর দুই পুত্র অবিনাশ শীল এবং আশুতোষ শীল প্রখ্যাত দোতোরাশিল্পী। এই গুণীর নাতি অরূপ কুমার শীলও বাংলাদেশ বেতার, ঢাকায় দোতোরা শিল্পী হিসেবে কর্মরত আছে। তথ্যসূত্র- একেএম মোস্তাফিজুর রহমান

কুড়িগ্রামে নক্ষত্রের জন্ম

Image
কুড়িগ্রামে নক্ষত্রের জন্ম আমায় ভীষণ ভালো লাগা কাজ করছে ভাবছি তার কাছে ২.৫ সময় ক্লাশে শিক্ষা লাভের জন্য হলেও একবার যাই। আমাদের আশেপাশে অনেকেই এমন কিছু কাজ করে যাচ্ছে নিরলস আমরা অনেকে তা লুকিয়ে ফেলি...। ভালোকাজটিকে আঙুল দিয়ে দেখিয়ে দিন আমি পারি নাই ও পারছে। ছোট বকসীর প্রতি অনিঃশেষ শুভেচ্ছা শুভকামনা অশেষ। তথ্যসূ্ত্র- মুনছোপা তৃপ্তি পরিচালক, সেফটি স্কুল,ফেসবুক হতে ছোট বকসীর যখন চার বছর বয়স তখন আমি বাড়ি ছেড়েছি! ওর বেড়ে ওঠা কাছে থেকে দেখার সৌভাগ্য হয়নি আমার, চোখ বন্ধ করে কল্পনায় ছোটাছুটি দেখতাম গত তিনমাস থেকে সে গ্রামের পাঁচটা বাচ্চাকে বিনামূল্যে দিনে ২.৩০ থেকে ৩ ঘন্টা সময় দিচ্ছে। একাডেমিক সিলেবাস না, মূলত সাধারণ গণিত, ইংরেজি ও নানা রকম সৃজনশীল কাজের মাধ্যমে বাচ্চাদের সময় দিয়ে যাচ্ছে স্টুডেন্টের জন্য তাকে যে সকাল ৬ টায় ঘুম থেকে উঠে এটা ভেবেই আমি বিস্মিত হই! এখন ওর বয়স প্রায় ১৮, এ বছর এসএসসি পরীক্ষা দিবে! দেখতে দেখতে বড় হয়ে গেলো বাবু কিন্তু এত বড় হয়ে গেলো এটা ভাবিনি! আমরা অনেকেই পরবর্তী প্রজন্ম নিয়ে খুব চিন্তিত হই কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়, এদের হাতেই পৃথিবী তুলে দিয়ে নিশ্চিতে চলে

ফ্রি শিক্ষা কার্যক্রম গ্রীন ভয়েস, মিঠাপুকুর উপজেলা শাখা।

Image
পরিচালকঃ সেফটি স্কুল মোনছেফা তৃপ্তি'র ফেইসবুক টাইমলাইন হতে তথ্যসূত্র- অনেকটা লম্বা সময় দিন, মাস প্রায় দুই বছর অনিয়মিত স্কুল বন্ধ থাকায় কচিকাঁচা (ছোট ছোট) ছাত্র/ছাত্রী যখন বিপদগ্রস্ত, অভিভাবকেরাও তখন দিশেহারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ঠিক তখনি আলোর প্রদীপ হাতে একঝাঁক তরুন তরুণী বন্ধুরা। ভালোবাসা অফুরন্ত গ্রীন ভয়েস, অভিনন্দন মিঠাপুকুর উপজেলা শাখা। করোনা মহামারীতে প্রায় দেড় বছর ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীগণ মানসিকভাবে ভাবে ভেঙ্গে পড়ছে। গ্রীন ভয়েস মিঠাপুকুর উপজেলার বন্ধুরা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ফ্রি শিক্ষা কার্যক্রম শুরু করেছে।