প্রখ্যাত দোতারাশিল্পী, সুরকার ও লোক সঙ্গীত সংগ্রাহক কানাইলাল শীলের ৪৫ তম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

ভারত উপমহাদেশের প্রখ্যাত দোতারাশিল্পী এবং বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী ওস্তাদ কানাইলাল শীলের ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে আজ তাঁকে স্মরণ করি পরম শ্রদ্ধায়।

তাঁর কর্মময় জীবনের স্মৃতির প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। দোতারাশিল্পীর পাশাপাশি তিনি ছিলেন পল্লীসঙ্গীতের একজন বিশিষ্ট সুরকার এবং লোকসঙ্গীত সংগ্রাহক।

ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের সাথে তাঁর সখ্যতা ছিলো। আব্বাসউদ্দীন আহমদ তাঁর সুরে কয়েকটি পল্লিগীতি পরিবেশন করেছেন। সঙ্গীতে বিশেষ অবদানের জন্যে এই সংগীত ব্যক্তিত্ব মরণোত্তর "একুশে পদকে' ভূষিত হয়েছেন।

তাঁর সঙ্গীত শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন মরমী শিল্পী আবদুল আলীম, নীনা হামিদ, সরদার আলাউদ্দিন প্রমুখ ।

আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর দুই পুত্র অবিনাশ শীল এবং আশুতোষ শীল প্রখ্যাত দোতোরাশিল্পী। এই গুণীর নাতি অরূপ কুমার শীলও বাংলাদেশ বেতার, ঢাকায় দোতোরা শিল্পী হিসেবে কর্মরত আছে।

তথ্যসূত্র- একেএম মোস্তাফিজুর রহমান

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’