Posts

Showing posts from January, 2022

রাহাত ইবনে মাহবুবের কবিতার বই ‘মৃত্যুবর্তী পৃথিবীর উপকথা’

Image
আখেরি ওয়াক্তে দীর্ঘ রাতজাগা পাপী প্রাণের নিরীহ অশ্রুর প্রতিটা ফোঁটা জমে হয় সমালোচিত লবন। বিরাট বটগাছে হেলান দিয়ে মৃত্যুবর্তী পৃথিবী ভাবে আদম- চাষের সকল প্রচ্ছন্ন ইতিকথা। আমরা ভাবি পৃথিবী মরলে তার জানাজা পড়াবে কে!? তার কবর হবে কোথায়!? বই : মৃত্যুবর্তী পৃথিবীর উপকথা কবি : রাহাত ইবনে মাহবুব ধরন : কবিতা প্রচ্ছদ : রাজু আহমেদ প্রকাশক : পথিকৃৎ প্রকাশনী প্রথম প্রকাশ : জানুয়ারি, ২০২২

অনিন্দ্য আউয়ালের কবিতার বই ‘সোনালি ছনের বাড়ি’

Image
স্কুল জীবন থেকেই সাহিত্য চর্চায় হাতেখড়ি। পরবর্তীতে তরুণ লেখক ফোরাম, কুড়িগ্রামে যুক্ত হয়ে সাহিত্য চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়। সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে পরবর্তীতে বাঙলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করি। তরুণ লেখক ফোরামে থাকা অবস্থায় বিভিন্ন লিটল ম্যাগাজিনে কবিতা, গল্প লিখতে থাকি। পরবর্তীতে চাকুরি সূত্রে দেশের অধিকাংশ জেলায় ঘুরে ফিরে মানুষের জীবন দেখেছি। সেই সব খেটে খাওয়া মানুষের জীবনের চিত্র পরবর্তী সময়গুলোতে আমার লেখার প্রধান উপজীব্য হয়ে ওঠে। দীর্ঘদিন যাবত লিখলেও বই প্রকাশের ব্যাপারে আমার কখনো কোন আগ্রহ ছিল না। কবি খ্যাতি আমার কাম্য নয় মানুষ হিসেবে মানুষের জন্য লিখে যেতে চাই। শুধু সাহিত্য লিখলেই চলবে না,সাহিত্য করতেও হবে। কবিতা, গল্প লিখেই লেখকের কাজ শেষ হয়ে যায় না। সমাজ, রাষ্ট্রের নিকট লেখকের দায়বদ্ধতা আছে। ‘সোনালি ছনের বাড়ি’ আমার প্রথম কাব্যগ্রন্হ। বই প্রকাশের সময় টা অনেক দীর্ঘ হলেও আমার মনে কোন আফসোস বা অনুশোচনা নেই। আমার মনে হয়েছে, এখন আমার উপযুক্ত সময়। ‘সোনালি ছনের বাড়ি’র কবিতাগুলো পাঠ করলে পাঠক সহজেই বুঝবেন এই অপেক্ষা টা কেন দীর্ঘ করেছি। সমাজের নিম্নস্তরের মানুষের জীব

তীব্র শীতে শিশু ও অসহায় বয়স্ক মানুষেদের মাঝে ‘ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি’ শীত বস্ত্র উপহার প্রদান

Image
হঠাৎ করে শুরু হওয়া তীব্র শীতে গরিব ও অসহায় মানুষের ঠান্ডা জনিত রোগসহ নানান ধরনের কথা চিন্তা করে ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি ৩৫ জন অভাবি পরিবারের শিশু ও ১৫ জন বয়স্ক মানুষের মাঝে হুডি জ্যাকেট ও কম্বল উপহার দিয়েছে। গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে এসব উপহার প্রদান করা হয়। উল্লেখ্য গত বছর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে করোনা কালীন কঠোর লকডাউনের পরিপ্রেক্ষিতে কর্মহীন হওয়া অভাবি পরিবারের ৫০-৫৫ টি শিশুকে একটানা তিনমাস দুপুরের খাবারের ব্যবস্থা করে সংগঠনটি। ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও মানবিক ডেমা ইউনিয়ন যৌথ ভাবে প্রতি মাসে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিয়ে থাকে। ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শেখ আসাদ ও সাধারণ সম্পাদক শেখ তানজিম জানান মানুষের সহয়তা পেলে তারা তাদের এই ধরনের মানবিক কার্যক্রম অবিরত রাখবেন।