Posts

Showing posts from October, 2021

অনলাইন সাহিত্য পত্রিকার যাত্রা শুরু হলো

Image
মোকলেছুর রহমান সম্পাদিত শিল্প-সাহিত্যের অনলাইন পত্রিকা ‘শ্বেতপত্র’-এর যাত্রা শুরু হলো৷ ২৯ অক্টোবর (২০২১) বিকেল চারটায় কুড়িগ্রাম জেলা উদীচী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি উদ্বোধন করেন বাংলাদেশের অন্যতম লিটলম্যাগ ‘বিন্দু’ (www.bindumag.com) এর সম্পাদক কবি সাম্য রাইয়ান৷ মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক, বই আলোচনার ওয়েবসাইট ‘গ্রন্থগত’-র পরিচালক ও ‘তীব্র কুড়িগ্রাম’-র সম্পাদক প্রাবন্ধিক ও অনুবাদক সুশান্ত বর্মণ, কবি শুভ্র সরখেল, রৈখিক সম্পাদক জাহানুর রহমান খোকন, কবি ও প্রাবন্ধিক মাহমুদ আল হেলাল উজ্জামান প্রমূখ৷ সভায় চিত্রশিল্পী চারু সোনা রায়, চারু বার্তা সম্পাদক ফিরোজ সরকার, অনুশীলন সম্পাদক নয়ন সরখেল, তরুণ সাংবাদিক কল্লোল রায় ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য, শ্বেতপত্র পত্রিকাটি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত মোট ৫টি সংখ্যা কাগজে ছেপে প্রকাশিত হয়েছিলো৷ আট বছর পর আবারো এর যাত্রা শুরু হওয়ায় বক্তারা পত্রিকাটিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অনলাইন সাহিত্য পত্রিকা সম্পর্কে আলোচনা করেন৷ আলোচনা শেষে কবিতা পাঠ করেন উপস্থিত কবিগণ৷

কুড়িগ্রামে উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদাযাপন

Image
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হলো কুড়িগ্রামে৷  গতকাল শুক্রবার (২৯ অক্টোবর ২০২১) উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কুড়িগ্রাম জেলা সংসদ নতুন গৃহে প্রবেশ করলো৷ এ উপলক্ষে একত্রিত হয়েছিলো কুড়িগ্রামের উদীচীর সদস্যবৃন্দ এবং কুড়িগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ৷   নতুন গৃহ উদ্বোধন শেষে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশ করেন উদীচীর সংগীত বিভাগ৷ এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু হয়৷ উক্ত আলোচনায় কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি জনাব নেজামুল হক বিলুর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক তানভীর মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগীত বিভাগের সম্পাদক হাবিবুর রহমান দুলাল৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলিয়া ইয়াসমিন রত্না, আব্দুল মালেক, আক্তারুল ইসলাম রাজুসহ আরো অনেকে৷  আলোচনা সভা শেষে উদীচীর সংগীত বিভাগ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷ রাতের আহার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়৷ উল্লেখ্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (সংক্ষেপে - উদীচী) হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন উদীচী গঠন কর

উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের আয়োজনে গত ২৩ অক্টোবর ২০২১ জয়ী অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়

Image
আমরা নারী, আমরা পারি উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের আয়োজনে গত ২৩ অক্টোবর ২০২১ জয়ী অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর খাজা শাহরিয়ার, সিল্কক গ্লোবাল এর প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মনিরুল ইসলাম, উই’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার ‘শুভ্র সরখেল সংখ্যা’র মোড়ক উন্মোচন

Image
কুড়িগ্রামের অন্যতম কবি শুভ্র সরখেলের কবিতার বিশ্লেষণ, আলোচনা নিয়ে প্রকাশিত হলো কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুশান্ত বর্মণ সম্পাদিত সাহিত্যপত্রিকা ‘তীব্র কুড়িগ্রাম’ এর চতুর্থ সংখ্যা৷ এ সংখ্যায় তাঁর কবিতার আলোচনা লিখেছেন মাহমুদ আল হেলাল উজ্জামান, মাহফুজুর রহমান লিংকন, আশরাফ রাসেল ও নুসরাত জাহান৷ এছাড়াও শুভ্র সরখেলের সংক্ষিপ্ত জীবনী ও একটি সাক্ষাৎকার রয়েছে এ সংখ্যায়৷ ২২ অক্টোবর (২০২১), শুক্রবার বিকেল চারটায় কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাময়িকপত্রটির মোড়ক উন্মোচন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে তীব্র কুড়িগ্রামের পক্ষ থেকে কবি শুভ্র সরখেলকে ফুলেল সম্মাননা প্রদান করা হয়৷ এরপর এ সংখ্যার লেখকগণকে ‘তীব্র কুড়িগ্রামে’ লেখার জন্য সম্মানী প্রদান করেন সম্পাদক৷ এরপর একে একে বক্তব্য প্রদান করেন লিটলম্যাগ ‘বিন্দু’ সম্পাদক সাম্য রাইয়ান, প্রাবন্ধিক মাহমুদ আল হেলাল উজ্জামান, সিনেমাপ্রেমী ও নিবিষ্ট পাঠক রিয়াজুল আলম উজ্জল, গ্রন্থকুটিরের পরিচালক আবু সাঈদ মোল্লা, গদ্যকার জাহানুর রহমান খোকন, গদ্যকার আশরাফ রাসেল, কবি শুভ্র সরখেলের কাছের বন্ধু ভূবন চন্দ্র শী