‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার ‘শুভ্র সরখেল সংখ্যা’র মোড়ক উন্মোচন

কুড়িগ্রামের অন্যতম কবি শুভ্র সরখেলের কবিতার বিশ্লেষণ, আলোচনা নিয়ে প্রকাশিত হলো কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুশান্ত বর্মণ সম্পাদিত সাহিত্যপত্রিকা ‘তীব্র কুড়িগ্রাম’ এর চতুর্থ সংখ্যা৷ এ সংখ্যায় তাঁর কবিতার আলোচনা লিখেছেন মাহমুদ আল হেলাল উজ্জামান, মাহফুজুর রহমান লিংকন, আশরাফ রাসেল ও নুসরাত জাহান৷ এছাড়াও শুভ্র সরখেলের সংক্ষিপ্ত জীবনী ও একটি সাক্ষাৎকার রয়েছে এ সংখ্যায়৷


২২ অক্টোবর (২০২১), শুক্রবার বিকেল চারটায় কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাময়িকপত্রটির মোড়ক উন্মোচন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে তীব্র কুড়িগ্রামের পক্ষ থেকে কবি শুভ্র সরখেলকে ফুলেল সম্মাননা প্রদান করা হয়৷ এরপর এ সংখ্যার লেখকগণকে ‘তীব্র কুড়িগ্রামে’ লেখার জন্য সম্মানী প্রদান করেন সম্পাদক৷ এরপর একে একে বক্তব্য প্রদান করেন লিটলম্যাগ ‘বিন্দু’ সম্পাদক সাম্য রাইয়ান, প্রাবন্ধিক মাহমুদ আল হেলাল উজ্জামান, সিনেমাপ্রেমী ও নিবিষ্ট পাঠক রিয়াজুল আলম উজ্জল, গ্রন্থকুটিরের পরিচালক আবু সাঈদ মোল্লা, গদ্যকার জাহানুর রহমান খোকন, গদ্যকার আশরাফ রাসেল, কবি শুভ্র সরখেলের কাছের বন্ধু ভূবন চন্দ্র শীল, হিজিবিজি ম্যাগাজিনের সম্পাদক রাজ্য জ্যোতি, সমন্বর পরিবারের সভাপতি হাফিজুর রহমান প্রমূখ৷ 


পত্রিকাটির প্রচ্ছদ করেছেন কবি ও গদ্যকার সাম্য রাইয়ান৷ তিরিশ টাকা মূল্যের পত্রিকাটি কুড়িগ্রাম শহরে ঘোষপাড়াস্থ ‘শিশুতোষ’ (সরদার গার্ডেন মার্কেটের নিচতলা) নামক দোকানে পাওয়া যাচ্ছে৷ এছাড়াও অনলাইনে বিনামূল্যে পড়া যাবে teebrakurigram.blogspot.com এই ঠিকানায়৷


 উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করা লেখকদের সাহিত্যকীর্তির আলোচনাপত্র ‘তীব্র কুড়িগ্রাম’৷ ইতোপূর্বে কবি, কথাসাহিত্যিক অধ্যাপক তপন কুমার রুদ্র, গল্পকার আহসান হাবীব জুলকারনাইন স্বপন ও কবি হেলাল জাহাঙ্গীরকে নিয়ে মোট তিনটি সংখ্যা প্রকাশিত হয়েছিলো৷

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

নিমগ্ন দুপুরের নতুন থ্রিলার ‘হোয়াইট ম্যাজিক: লাইফ অব ডেথ’