মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত


 মিজান খন্দকার সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন কবি শামীম সৈকত৷ তিনি ১৯৯৫ সালে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জন্মগ্রহণ করেন৷ ২০২১-এর বইমেলায় তার প্রকাশিত কবিতার বই ‘মেরুন সন্ধ্যালোকে’র জন্য এ পুরস্কার পেলেন এই তরুণ কবি৷


আগামী ২১ অক্টোবর ২০২২ (শুক্রবার) কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘তীব্র কুড়িগ্রাম’ পত্রিকার পক্ষ থেকে এ পুরস্কার কবির হাতে তুলে দেয়া হবে৷ পুরস্কার কমিটির ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে লেখা হয়েছে, “মেরুন সন্ধ্যালোকে’ কাব্যে প্রকৃতির অভিনব ও বর্ণিল চিত্রায়ন, শব্দের শৈল্পিক বিন্যাস এবং আবেগের অনাবিল উপস্থাপনের জন্য 'মিজান খন্দকার সাহিত্য পুরস্কারে' ভূষিত করা হল।”


এ প্রসঙ্গে পুরস্কারপ্রাপ্ত কবির অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত৷ জীবনে প্রথমবার কবিতা লেখার জন্য পুরস্কার পাচ্ছি৷ আমি যখন খবরটি শুনি তখন রাত দশটা বাজে, চাঁদনী রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ উপভোগ করছিলাম৷ এমন সময় পুরস্কারের সংবাদটি জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত৷’


পুরস্কার প্রদান অনুষ্ঠানে মিজান খন্দকার স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে৷ ‘চিত্রিত স্বরূপের অনুভববোধ এবং অনুষঙ্গে সবিশেষ মিজান খন্দকার’ শীর্ষক বক্তব্য রাখবেন কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব সুশান্ত বর্মণ৷



Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’