Posts

Showing posts from August, 2022

‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার উদ্যোগে মিজান খন্দকার সাহিত্য পুরস্কার প্রদানের উদ্যোগ

Image
 “বাংলা সাহিত্যে মিজান খন্দকারের অবস্থানকে স্মরণীয় করে রাখতে প্রবর্তন করা হল 'মিজান খন্দকার সাহিত্য পুরস্কার'। কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করা, অনূর্ধ্ব ৪০ বৎসর বয়সের সৃষ্টিশীল লেখক এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, মুক্তগদ্য, প্রবন্ধ সহ মৌলিক গবেষণা, সম্পাদনা ও অনুবাদকর্মের জন্য এই পুরস্কার প্রদান করা হবে। এর জন্য ২০ সেপ্টেম্বরের মধ্যে লেখককে তীব্র কুড়িগ্রাম দফতরে এক কপি বই জমা দিতে হবে৷” গতকাল ‘তীব্র কুড়িগ্রাম’ পত্রিকার মিজান খন্দকার সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন ঘোষণা দেন এর সম্পাদক সুশান্ত বর্মণ৷ তিনি আরো বলেন, “সাহিত্যের বৈচিত্রময় নানা দিক নিয়ে আলোচনা, বিশ্লেষণ, অনুধাবন প্রভৃতিকে আশ্রয় করে কুড়িগ্রামে প্রতি বছর অক্টোবর মাসে মিজান খন্দকারের প্রয়ান দিবসে আয়োজন করা হবে স্মারক বক্তৃতার। এতে বাংলা সাহিত্যের বিবিধ প্রসঙ্গে আলোচনা করবেন দেশের বরেণ্য ব্যক্তিগণ।” ২৬ আগস্ট (২০২২), শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাময়িকপত্রটির মোড়ক উন্মোচন করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন লিটলম্যাগ ‘বিন্দু’ সম্পাদক

প্রকাশ পেল ‘বর্ডার’ সিনেমার পোস্টার

Image
প্রকাশ পেয়েছে ‘বর্ডার’ সিনেমার পোস্টার। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার পেজে পোস্টারটি অবমুক্ত করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির।  বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও ওই অঞ্চলের বিভিন্ন চোরাচালান নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।  সিনেমাটি প্রসঙ্গে সৈকত নাসির জানান, সীমান্ত এলাকার বিভিন্ন ঘটনার পাশাপাশি রাজনীতি, ধর্ম, চোরাচালান নিয়ে কাহিনী। এগুলো ইস্যু করেই এগিয়ে যাবে সিনেমাটি। দর্শক ভিন্ন ধরনের পলিটিক্স দেখতে পাবে এ সিনেমায়।  জানা গেছে, ইতিমধ্যে সেন্সর বোর্ডে জমা পরেছে সিনেমাটি। সেন্সরের কোনো আপত্তি না থাকলে আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা সৈকত নাসির।   ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সান্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসসহ আরো অনেকে।

কুড়িগ্রামে উদীচীর উদ্যোগে যাত্রা শুরু করলো ‘বাদল আহমেদ সংগীত নিকেতন’

Image
কুড়িগ্রামে যাত্রা শুরু করলো বাদল আহমেদ সংগীত নিকেতন৷ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠিত হলো৷ গতকাল (২২ জুলাই ২০২২) কুড়িগ্রামের উদীচী কার্যালয়ে সন্ধ্যা ৭:১৫ মিনিটে স্কুল উদ্বোধন করেন সংগীত শিল্পী জনাব আব্দুল মান্নান (সিনিয়র জেলা ও দায়রা জজ, কুড়িগ্রাম)৷ কুড়িগ্রাম জেলা উদীচীর সভাপতি জনাব নেজামুল হক বিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর মামুনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা উদীচীর সাবেক সভাপতি জনাব মানিক চৌধুরী প্রমুখ৷ সভায় উপস্থিত ছিলেন বাদল আহমেদের সহধর্মিনী আলেয়া বেগম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি কুড়িগ্রামের সাধারণ সম্পাদক দুলাল বোস, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুড়িগ্রামের সভাপতি ইমতে আহসান শিলু, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন সহ শতাধিক শিল্পী ও সংস্কৃতিকর্মী৷ বাদল আহমেদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সংগীত বিদ্যালয়ের উদ্বোধন করা হয়৷ এরপর সংগীত নিকেতনের পরিচালক মাহফুজার রহমান রাজুর নেতৃত্বে বিদ্যালয়ের প্রথম ব্যাচের নবীন শিক্ষার্

সৈয়দ সাখাওয়াৎ সংখ্যা প্রকাশের ঘোষণা দিল লিটলম্যাগ বিন্দু

Image
বাংলাদেশের অন্যতম লিটল ম্যাগাজিন বিন্দু কবি সৈয়দ সাখাওয়াৎকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের ঘোষণা দিয়েছে৷ গত ৮ আগস্ট কবির জন্মদিনে এ ঘোষণা দেয় বিন্দু৷ ২০০৬ সাল থেকে বাংলা ভাষার এই লিটলম্যাগটি সম্পাদনা করছেন কবি সাম্য রাইয়ান৷ ইতোপূর্বে প্রকাশিত উৎপলকুমার বসু সংখ্যা, মাসুমুল আলম সংখ্যা সহ অনেক সংখ্যাই বিদগ্ধ পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে৷ ম্যাগাজিনটির অফিসিয়াল ওয়েবসাইট www.bindumag.com এ প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, “একজন নিভৃতচারী কবি যখন মূলত লিটল ম্যাগাজিনকে আশ্রয় করে দীর্ঘদিন ধরে লিখেন, লিখে চলেন, কোনরকম পুরস্কার বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির তোয়াক্কা না করে, তখন একটি লিটল ম্যাগাজিনেরই দায় বর্তায় তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা আয়োজনের মধ্য দিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের৷ নিজ কাব্যগুণে বিশিষ্ট এই কবির কাব্যসত্তার অন্তর্জগত অবলোকন, উন্মোচন ও মূল্যায়নের ইচ্ছা থেকে ‘বিন্দু’র (অনলাইন সংস্করণ) বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে৷” ঘোষণায় সৈয়দ সাখাওয়াৎ-এর কবিতা সম্পর্কে বলা হয়েছে, “একদিকে আধুনিক মনন চিত্রকল্প, হতাশাবিধৃত সাম্প্রতিক কাল, অপরদিকে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশের প্রতি গভীর অনুরাগ ফুটে ওঠে সৈয়দ স