কুড়িগ্রামে উদীচীর উদ্যোগে যাত্রা শুরু করলো ‘বাদল আহমেদ সংগীত নিকেতন’


কুড়িগ্রামে যাত্রা শুরু করলো বাদল আহমেদ সংগীত নিকেতন৷ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠিত হলো৷

গতকাল (২২ জুলাই ২০২২) কুড়িগ্রামের উদীচী কার্যালয়ে সন্ধ্যা ৭:১৫ মিনিটে স্কুল উদ্বোধন করেন সংগীত শিল্পী জনাব আব্দুল মান্নান (সিনিয়র জেলা ও দায়রা জজ, কুড়িগ্রাম)৷ কুড়িগ্রাম জেলা উদীচীর সভাপতি জনাব নেজামুল হক বিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর মামুনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা উদীচীর সাবেক সভাপতি জনাব মানিক চৌধুরী প্রমুখ৷
সভায় উপস্থিত ছিলেন বাদল আহমেদের সহধর্মিনী আলেয়া বেগম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি কুড়িগ্রামের সাধারণ সম্পাদক দুলাল বোস, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুড়িগ্রামের সভাপতি ইমতে আহসান শিলু, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন সহ শতাধিক শিল্পী ও সংস্কৃতিকর্মী৷
বাদল আহমেদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সংগীত বিদ্যালয়ের উদ্বোধন করা হয়৷ এরপর সংগীত নিকেতনের পরিচালক মাহফুজার রহমান রাজুর নেতৃত্বে বিদ্যালয়ের প্রথম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং হাতেখড়ি প্রদান করা হয়৷
এ উপলক্ষে ফল উৎসবের আয়োজন করা হয়েছিলো৷ উপস্থিত সকলকে দশ রকম ফল পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যে আয়োজন সমাপ্ত হয়৷

উল্লেখ্য গণসংগীত শিল্পী বাদল আহমেদ ছিলেন উদীচী কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক৷ ২০১৮-র ১৯ নভেম্বর তিনি প্রয়াত হন৷

Comments

Popular posts from this blog

‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার ‘শুভ্র সরখেল সংখ্যা’র মোড়ক উন্মোচন

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

নিমগ্ন দুপুরের নতুন থ্রিলার ‘হোয়াইট ম্যাজিক: লাইফ অব ডেথ’