Posts

Showing posts from November, 2021

গণ মানুষের শিল্পী বাদল আহমেদ-এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

Image
গণসংগীত শিল্পী বাদল আহমেদ জন্মগতভাবেই সুরেলা কন্ঠের অধিকারী ছিলেন এবং সংগীতঅনুরাগী। ওস্তাদের কাছে সংগীতের তালিম নেয়ার কিছুদিনের মধ্যেই তিনি একজন জনপ্রিয় সংগীত শিল্পী হিসাবে পরিচিত লাভ করেন। এসব স্বাধীনতা যুদ্ধের আগের কথা। স্বাধীনতার পর কুড়িগ্রামে উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠা হলে তিনি প্রথম কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার শ্রমে- মেধায় একসময় কুড়িগ্রামে উদীচী একক বৃহৎ সংগঠনে রুপ নেয়। অামৃত্যু তিনি উদীচীর সাথে যুক্ত ছিলেন। আজ গণ মানুষের মহান এই শিল্পী'র ৩য় প্রয়াণ দিবসে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদ শ্রদ্ধা জানিয়ে।

১০ ডিসেম্বর "লাল মোরগের ঝুঁটি" শুভমুক্তি

Image
২০১৬ সালে শুটিং শুরু হলেও মুক্তির আলো মেলেনি দীর্ঘ ৫ বছর। নূরুল আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’ পান্ডুলিপি কারখানা প্রযোজিত, ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া, মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা; স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আঁধার কাঁটিয়ে আলো ছিনিয়ে আনছে। শিল্প, শিল্পের নিজস্ব শক্তিতে এগোতে থাকে...ফলস্বরূপ 'লাল মোরগের ঝুুটি' ১০ ডিসেম্বর ২০২১ এ দীর্ঘ ৫ বছর পর আঁধার আঁকাশে তাঁরা হয়ে ঝিকিমিকি করবে আমরা দেখবো।   যাদের অভিনয় সিনেমাটিকে আলোকিত করেছেন: লায়লা হাসান,আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সদ্য প্রয়াত অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুর এলাকার সাধারণ মানুষ।

গাফফার মাহমুদের যুগল কবিতা বই আ ল্যাম্পপোস্ট, বিদ্যাসাগর মশাই; ইউক্যালিপটাস শাখে নাগরিক কাক

Image
আ ল্যাম্পপোস্ট, বিদ্যাসাগর মশাই;  ইউক্যালিপটাস শাখে নাগরিক কাক বাংলা কবিতায় ভিন্নস্বর, প্রদীপ্ত ভাষাচিত্রক গাফফার মাহমুদের একুশে বইমেলায় আসছে যুগল কবিতাবই দেশের রুচিশীল প্রকাশনা শিল্পের জনপ্রিয় প্রকাশক কবি অচিন্ত্য চয়ন প্রতিষ্ঠিত দেশ পাবলিকেশন্স, ঢাকা থেকে আসন্ন একুশে বইমেলা ২০২২ প্রকাশিত হবে সমকালীন কবি গাফফার মাহমুদের যুগল কবিতাবই। নন্দন শিল্পের নন্দিত কবি-প্রচ্ছদশিল্পী নির্ঝর নৈঃশব্দ্যের রঙ, রেখাচিত্রের নান্দনিকতার প্রতিভার ছাপচিত্র ফুটে উঠেছে 'আ ল্যাম্পপোস্ট, বিদ্যাসাগর মশাই' কবিতাবই কভারে। তেমনি সপ্রতিভ মুগ্ধতার প্রচ্ছদ চিত্রের প্রকাশ ঘটালেন কোলকাতা থেকে প্রকাশিত 'হ্যালো টেস্টিং ' অন্তর্জাল সাহিত্যপত্রের সম্পাদক, কবি রাজদীপ পুরীর সমাজ চিত্রণ ' ইউক্যালিপটাস শাখে নাগরিক কাক ' কবিতাবই কভার প্রচ্ছদে। দুটো কবিতা বই-ই রুচিশীল পাঠকদের দৃষ্টি পড়বে নিঃসন্দেহে। কভার থেকে প্রকাশক উদৃত 'কবিতার মহাকর্ষে চড়েন বোধ শব্দের পাইথফাণ্ডারে। খুঁজে চলেন গ্রহাণুর ছায়াপথ, সৌরমণ্ডলের কল্পিত আদম সুরাত। কখনো তিনি ফিদা হুসেন রঙমুগ্ধতার কবিতাচিত্রক। জাগতিক যাবতীয় জীবনযাপন, প্রচ্

মাহফুজুর রহমান লিংকনকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের ঘোষণা দিলো অনুশীলন সাহিত্য পত্রিকা

Image
কবি ও প্রাবন্ধিক মাহফুজুর রহমান লিংকনের জন্ম ১৯৮০ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। তিনি কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুড়িগ্রাম সরকারী কলেজ থেকে ‘ব্যবস্থাপনা’ বিষয়ে পড়ালেখা করেছেন৷ স্কুল জীবনেই লেখালিখির সূচনা ঘটে তার৷ কখনো দেয়ালপত্রিকা, কখনো হাতে লেখা পত্রিকা এরকম নানা উদ্যোগ নিয়েছিলেন অল্প বয়সেই৷ কলেজে পড়ার সময় একক কবিতার দেয়াল পত্রিকা প্রকাশ করে কলেজে সাড়া ফেলে দিয়েছিলেন৷ মানবতাবাদী এই লেখক একদিন যুক্ত হয়ে পড়েন ছাত্র রাজনীতির সাথে, নাম লেখান বাংলাদেশ ছাত্র ইউনিয়নে৷ একদিকে চলে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রাম অপরদিকে সাহিত্য সাধনা৷ এই সময়ই একে একে প্রকাশ করলেন দুইটি সাহিত্য পত্রিকা: মৃন্ময়ী, পথ৷ পড়ালেখা সমাপ্ত করে যুক্ত হলেন ফ্রিল্যান্স সাংবাদিকতায়৷ স্থানীয় সংবাদপত্রের সাথে এই যুক্ততা দীর্ঘমেয়াদী হয়নি৷ চাকুরী নিলেন এনজিওতে৷ স্থায়ী হলো না৷ জীবিকা প্রশ্নের সমাধানের প্রত্যয় নিয়ে চলে গেলেন মধ্যপ্রাচ্য৷ কিন্তু দেশের টান তাকে স্থায়ী হতে দিলো না৷ ফিরে এলেন৷ আবারো চাকুরী নিলেন এনজিওতে৷ তারপর একে একে চাকুরী বদল করতে করতে এখন একটি বেসরকারী অগ্নিনির্বা

বাউলশিল্পী শারমিনকে বাঁচাতে এগিয়ে আসুন

Image
হাটে, মাঠে গান গেয়ে টাকা তুলে মা কে বাঁচিয়েছিলেন আজ সে নিজেই মৃত্যুশয্যায়! আমি বিশ্বাস করি শারমিনের গান সকলের হৃদয় দাগাইতে পেরেছে তার অসাধারণ গায়কী ও দরদমাখা কন্ঠে। "আমি আপন কইয়া সব দিছি তোমারে" শারমিনের গান শুনে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু বলেছিলেন, ‘ফের জন্ম নিলে তোর গর্বেই জন্ম নেবো। আজ থেকে তুই আমার মা।’ প্রায় ষাট হাজার প্রতিযোগী এড়িয়ে ২০১৬ সালে আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানে প্রথম হন শারমিন। অথচ, আজ আঁধারে প্রদীপ নি-ভু-নি-ভু জ্বলছে। শৈশবের শুরুতেই থালা হাতে গান গেয়েছিলেন, ছোট্ট শারমিন স্কুল, হাটবাজার, রাস্তাঘাটে গান গেয়ে টাকা তুলে অসুস্থ মাকে বাঁচিয়েছিল। আজ শারমিনের মা মানুষের কাছে ভিক্ষা চাইছেন মেয়েকে বাঁচাতে ভাগ্য কি নির্মমতার! সুখের দেখা পেয়েও শারমিন দুঃখের সাগরে ভাসছে। জীবন-মরণের সন্ধিক্ষণে তরুণ বাউলশিল্পী। গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি রয়েছে।গত দুই সপ্তাহ হতে চলছে অবস্থার কোনো উন্নতি হয়নি এখনও। রক্তের সেল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। রক্তের উৎপাদন ক্ষমতাও কমে যাচ্ছে ক্রমশই। ‘গ্রেভস ডিজিজ’ (থাইরয়েড সংশ্লিষ্ট জটিল রোগ) এ ভুগছে শারমি

চারু প্রোডাকশনের পণ্য পৌঁছে গেল আমেরিকায়!

Image
চারু প্রোডাকশনের পণ্য পৌঁছে গেল আমেরিকায়! করোনা মহামারী চলাকালীন ২০২০ এর ডিসেম্বরে শীতের চাদরে কবিতার পংক্তি সাজিয়ে কুড়িগ্রামে অনানুষ্ঠানিকভাবে ছোট্ট করে যাত্রা শুরু হয়েছিলো চারু প্রোডাকশনের৷ কিন্তু ক্রেতাদের ভালোবাসা ছিলো অপরিসীম৷ স্বল্প সময়ে শীতের চাদর ব্যাপক সাড়া ফেলেছিলো৷ তারপর একে একে হ্যান্ড পেইন্ট থ্রি পিস, ফতুয়া, কুর্তি, শাড়ি, শিশুদের পোশাকেও চারু প্রোডাকশনের পরিসর বৃদ্ধি পায়৷ ক্রেতাদের বর্ধিত চাহিদার সাথে তাল মিলিয়ে চারুর পরিসরও বৃদ্ধি পেতে থাকে৷ চারু প্রোডাকশন পৌঁছতে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলায়৷ এরই ধারাবাহিকতায় চারুর পণ্য পৌঁছে গেল সুদূর আমেরিকায়৷ চারু প্রোডাকশনের উদ্যোক্তা ফিরোজ সরকার বলেন, “১ অক্টোবর রাত তিনটের দিকে চারু প্রোডাকশনের ফেসবুক পেজে কল দিয়ে কথা বলতে চাইলেন। এরপর প্রায় ৪০ মিনিটের কথোপকথন হলো চারুর পণ্য বিষয়ে। বিস্তারিত আলোচনার পর পাঁচটি পাঞ্জাবি ও দুইটি শাড়ির অর্ডার কনফার্ম হলো ৬ অক্টোবর (২০২১)৷ সময়টাও পক্ষে ছিলনা কারন আমি ছিলাম কিছুটা অসুস্থ৷ একদিকে পুজো উপলক্ষে শাড়ি/পাঞ্জাবীর কাজ করতে হচ্ছে, অপরদিকে আমেরিকার নতুন অর্ডার! প্রথমবার চারুর পণ্য দেশের সীম

নোমান প্রধান প্রণীত জীবন ঘনিষ্ঠ উপন্যাস 'নগর নদীর ঢেউ'

Image
অবানিজ্যিক গ্রন্থ প্রকাশনা সংস্থা অনুপ্রাণন প্রকাশনা থেকে ২০২১ সালের নভেম্বরের পহেলা সপ্তাহে প্রকাশিত হয়েছে জীবন ঘনিষ্ঠ উপন্যাস 'নগর নদীর ঢেউ' উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত, মানুষের আকাঙ্ক্ষা, অনুভূতি ও উপলব্ধিকে চিত্রায়িত করার প্রয়াস রয়েছে। এই উপন্যাসটি কেবল লেখক সুলভ মস্তিষ্ক প্রসূত সন্তান নয়, হৃদয় থেকে সমাজ ও জীবনকে উপলব্ধির প্রতিচ্ছবিও। এমনটাই জানলাম লেখকের হৃদয় থেকে সমাজ ও জীবনের উপলব্ধি। লেখকের পূর্ব প্রকাশিত কাব্যগ্রন্থ 'শ্রেষ্ঠাংশে' (২০১৯) ও গদ্য গ্রন্থ 'বহুরুপী মৃত্যু' (২০২১)। 'নগর নদীর ঢেউ' গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন সময়ের গুনী শিল্পী রাজীব দত্ত। ভূমিকা লিখেছেন কবি ও সম্পাদক তুষার অপু। বইটির গায়ের মূল্য ২১০/- প্রকাশনা থেকে ২৫% ছাড়ে ১৫৮/- টাকায় পেতে পারেন।

হোসেন রওশনের কবিতার বই ‘অন্ধ ফিলোসফারের কান'

Image
'প্রথম বই, স্বভাবতই একটা আলাদা কাজ করে। আমার খানিকটা দ্বীধা, লজ্জাও। প্রথম দাঁড়ি কামালে যেরকম একটা ফিল আসে আর্কি। যারা বিবিধ সময়ে আমার প্রশংসা করে এসেছেন কবিতা পড়ে, তাদের কথা ভাবলে অন্য রকম আনন্দ হচ্ছে। আবার যারা কোনোদিন আমার নাম শোনেন নাই, কবিতা পড়েন নাই ওদের হাতে এই বইটা গেলে কেমন হবে! এটা ভাবলে লজ্জাই লাগতেছে আর্কি। আমি আহামরি কিছু লিখি নাই বা যে কবিতা আমি লিখবো বলে কবিতা লিখতে আসছি সেটা এখনো লিখতে পারি নাই বলে আমার ধারনা। বাকিটা পাঠক ঠিক করবেন এইসব কবিতা নাকি কেবলি কবিতার নাম করে আমার যাপন লিখে গেছি' লিখেছিলেন তরুন কবি ও লেখক হোসেন রওশন। তার নতুন বই 'অন্ধ ফিলোসফারের কান' (২০২২)। কবিতার এই বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশনী। ৪৪ টি কবিতা নিয়ে 'অন্ধ ফিলোসফারের কান' আসছে পাঠকের কাছে। নভেম্বরে আসছে। লেখক জানালেন,'অন্ধ ফিলোসফারের কান' বইটির প্রচ্ছদ করেছেন কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত। বইয়ের নাম- অন্ধ ফিলোসফারের কান। ধরণ- কবিতা। তিন ফর্মা মোট কবিতা ৪৪ টি প্রকাশক চন্দ্রবিন্দু প্রকাশকাল নভেম্বর ২০২১ গায়ের মূল্য ২০০ প্রি অর্ডার মূল্য ৩০% ছাড় এ ১৪০

জেলা শিল্পী সমিতি’র আয়োজনে শিল্পী ও স্বেচ্ছাসেবী মেলা ২০২১

Image
গত ৬ নভেম্বর-২০২১, শনিবার অসাম্প্রদায়িক, মানবিক, সৌহার্দ্যপূর্ণ কুড়িগ্রাম গড়ার শপথ নিয়ে জেলা শিল্পী সমিতির মহান উদ্যোগে কুড়িগ্রাম সাধারণ পাঠাগার প্রাঙ্গণ, কলেজ মোড়, কুড়িগ্রামে অনুষ্ঠিত হয় "শিল্পী ও স্বেচ্ছাসেবী মেলা" কুড়িগ্রাম জেলার সকল উপজেলা ও ইউনিয়ন শাখার পরিবেশনায় মুখরিত পাঠাগার প্রাঙ্গণ, অতিথিদের গঠনমূলক আলোচনা পুরো আয়োজনটিকে প্রাণবন্ত ও আলোকিত করে তুলেছিলো পুরো সময়টায়। প্রধান অতিথি- জেলা প্রশাসক জনাব মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি- সিরাজুল ইসলাম টুকু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, কুড়িগ্রাম। ডাঃ আমিনুল ইসলাম,সাবেক সিভিল সার্জন,কুড়িগ্রাম। অধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, ডাঃ আনোয়ার হোসেন মন্ডল, আহসান হাবীব নীলু, সভাপতি, প্রেসক্লাব, কুড়িগ্রাম। শিক্ষক, আফতাব উদ্দিন, শিক্ষক, সাংবাদিক, লেখক আব্দুল খালেক ফারুক, অধ্যক্ষ, হারুন অর রশিদ মিলন।   উপজেলা, ইউনিয়ন শিল্পী সমিতির শিল্পী,ও স্বেচ্ছাসেবী, করোনায় মৃত্যুবরণ করা শিল্পী সহ কলাকুশলীদের জন্য এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। পরিচয় পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী ও সংগঠক জনাব মানিক চৌধুরী, কবি ও শিল্পী মিনহাজ আহমেদ