গাফফার মাহমুদের যুগল কবিতা বই আ ল্যাম্পপোস্ট, বিদ্যাসাগর মশাই; ইউক্যালিপটাস শাখে নাগরিক কাক

আ ল্যাম্পপোস্ট, বিদ্যাসাগর মশাই;  ইউক্যালিপটাস শাখে নাগরিক কাক বাংলা কবিতায় ভিন্নস্বর, প্রদীপ্ত ভাষাচিত্রক গাফফার মাহমুদের একুশে বইমেলায় আসছে যুগল কবিতাবই দেশের রুচিশীল প্রকাশনা শিল্পের জনপ্রিয় প্রকাশক কবি অচিন্ত্য চয়ন প্রতিষ্ঠিত দেশ পাবলিকেশন্স, ঢাকা থেকে আসন্ন একুশে বইমেলা ২০২২ প্রকাশিত হবে সমকালীন কবি গাফফার মাহমুদের যুগল কবিতাবই। নন্দন শিল্পের নন্দিত কবি-প্রচ্ছদশিল্পী নির্ঝর নৈঃশব্দ্যের রঙ, রেখাচিত্রের নান্দনিকতার প্রতিভার ছাপচিত্র ফুটে উঠেছে


'আ ল্যাম্পপোস্ট, বিদ্যাসাগর মশাই' কবিতাবই কভারে। তেমনি সপ্রতিভ মুগ্ধতার প্রচ্ছদ চিত্রের প্রকাশ ঘটালেন কোলকাতা থেকে প্রকাশিত 'হ্যালো টেস্টিং ' অন্তর্জাল সাহিত্যপত্রের সম্পাদক, কবি রাজদীপ পুরীর সমাজ চিত্রণ


' ইউক্যালিপটাস শাখে নাগরিক কাক ' কবিতাবই কভার প্রচ্ছদে। দুটো কবিতা বই-ই রুচিশীল পাঠকদের দৃষ্টি পড়বে নিঃসন্দেহে। কভার থেকে প্রকাশক উদৃত 'কবিতার মহাকর্ষে চড়েন বোধ শব্দের পাইথফাণ্ডারে। খুঁজে চলেন গ্রহাণুর ছায়াপথ, সৌরমণ্ডলের কল্পিত আদম সুরাত। কখনো তিনি ফিদা হুসেন রঙমুগ্ধতার কবিতাচিত্রক। জাগতিক যাবতীয় জীবনযাপন, প্রচ্ছন্ন বাস্তুজাদুর পরাবাস্তবতার মিশেল। হেঁটে চলেন শহর-নগরে পথ। তার কবিতায় মগ্ন চেতন, অন্তর্মুখি বিশ্লেষণ, অস্তিত্বের রহস্য, অন্তর্ঘাতী বেদনা, প্রাচ্য-পাশ্চাত্য সভ্যতার গুহামুখ থেকে উঠে আসা



গাফফার মাহমুদের কবিতায় অভিনবত্ব চিত্রকল্প দৃশ্যমান। যারা নতুন কবিতা নিয়ে ভাবেন, ভাবতে চান তাদের জন্যই এ কবিতা প্রয়াস' প্রকাশকের এমন উদৃতই বলে দিচ্ছেন গাফফার মাহমুদের যুগল কবিতাবই-ই হবে আসন্ন একুশে বইমেলায় অনন্য সৃষ্টি! পাঁচ ফর্মা করে দুটো বই প্রকাশনীর বইমেলার স্টলে ২৫% কমিশনে সুপ্রিয় পাঠক সংগ্রহ করতে পারেন।

কবিতাবই আ ল্যাম্পপোস্ট, বিদ্যাসাগর মশাই
প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য
মুদ্রিত মূল্য : ২০০ টাকা

ইউক্যালিপটাস শাখে নাগরিক কাক
প্রচ্ছদ : রাজদীপ পুরী
মুদ্রিত মূল্য : ২০০ টাকা
দেশ পাবলিকেশন্স

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’