নোমান প্রধান প্রণীত জীবন ঘনিষ্ঠ উপন্যাস 'নগর নদীর ঢেউ'

অবানিজ্যিক গ্রন্থ প্রকাশনা সংস্থা অনুপ্রাণন প্রকাশনা থেকে ২০২১ সালের নভেম্বরের পহেলা সপ্তাহে প্রকাশিত হয়েছে জীবন ঘনিষ্ঠ উপন্যাস 'নগর নদীর ঢেউ'


উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত, মানুষের আকাঙ্ক্ষা, অনুভূতি ও উপলব্ধিকে চিত্রায়িত করার প্রয়াস রয়েছে। এই উপন্যাসটি কেবল লেখক সুলভ মস্তিষ্ক প্রসূত সন্তান নয়, হৃদয় থেকে সমাজ ও জীবনকে উপলব্ধির প্রতিচ্ছবিও। এমনটাই জানলাম লেখকের হৃদয় থেকে সমাজ ও জীবনের উপলব্ধি।


লেখকের পূর্ব প্রকাশিত কাব্যগ্রন্থ 'শ্রেষ্ঠাংশে' (২০১৯) ও গদ্য গ্রন্থ 'বহুরুপী মৃত্যু' (২০২১)। 'নগর নদীর ঢেউ' গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন সময়ের গুনী শিল্পী রাজীব দত্ত। ভূমিকা লিখেছেন কবি ও সম্পাদক তুষার অপু। বইটির গায়ের মূল্য ২১০/- প্রকাশনা থেকে ২৫% ছাড়ে ১৫৮/- টাকায় পেতে পারেন।

Comments

  1. বাহ। বইটি পড়তে আগ্রহী। অপেক্ষায় রইলাম

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’