১০ ডিসেম্বর "লাল মোরগের ঝুঁটি" শুভমুক্তি

২০১৬ সালে শুটিং শুরু হলেও মুক্তির আলো মেলেনি দীর্ঘ ৫ বছর। নূরুল আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’



পান্ডুলিপি কারখানা প্রযোজিত, ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া, মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা; স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আঁধার কাঁটিয়ে আলো ছিনিয়ে আনছে। শিল্প, শিল্পের নিজস্ব শক্তিতে এগোতে থাকে...ফলস্বরূপ 'লাল মোরগের ঝুুটি' ১০ ডিসেম্বর ২০২১ এ দীর্ঘ ৫ বছর পর আঁধার আঁকাশে তাঁরা হয়ে ঝিকিমিকি করবে আমরা দেখবো।
 


যাদের অভিনয় সিনেমাটিকে আলোকিত করেছেন: লায়লা হাসান,আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সদ্য প্রয়াত অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুর এলাকার সাধারণ মানুষ।

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’