হোসেন রওশনের কবিতার বই ‘অন্ধ ফিলোসফারের কান'

'প্রথম বই, স্বভাবতই একটা আলাদা কাজ করে।
আমার খানিকটা দ্বীধা, লজ্জাও।
প্রথম দাঁড়ি কামালে যেরকম একটা ফিল আসে আর্কি। যারা বিবিধ সময়ে আমার প্রশংসা করে এসেছেন কবিতা পড়ে, তাদের কথা ভাবলে অন্য রকম আনন্দ হচ্ছে। আবার যারা কোনোদিন আমার নাম শোনেন নাই,
কবিতা পড়েন নাই ওদের হাতে এই বইটা গেলে কেমন হবে! এটা ভাবলে লজ্জাই লাগতেছে আর্কি।
আমি আহামরি কিছু লিখি নাই বা যে কবিতা আমি লিখবো বলে কবিতা লিখতে আসছি সেটা এখনো লিখতে পারি নাই বলে আমার ধারনা।
বাকিটা পাঠক ঠিক করবেন এইসব কবিতা নাকি
কেবলি কবিতার নাম করে আমার যাপন লিখে গেছি' লিখেছিলেন তরুন কবি ও লেখক হোসেন রওশন।
তার নতুন বই 'অন্ধ ফিলোসফারের কান' (২০২২)।



কবিতার এই বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশনী।
৪৪ টি কবিতা নিয়ে 'অন্ধ ফিলোসফারের কান' আসছে পাঠকের কাছে। নভেম্বরে আসছে। লেখক জানালেন,'অন্ধ ফিলোসফারের কান' বইটির প্রচ্ছদ করেছেন কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত। বইয়ের নাম- অন্ধ ফিলোসফারের কান।
ধরণ- কবিতা।
তিন ফর্মা
মোট কবিতা ৪৪ টি
প্রকাশক চন্দ্রবিন্দু
প্রকাশকাল নভেম্বর ২০২১
গায়ের মূল্য ২০০ প্রি অর্ডার মূল্য ৩০% ছাড় এ ১৪০

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’