বাউলশিল্পী শারমিনকে বাঁচাতে এগিয়ে আসুন

হাটে, মাঠে গান গেয়ে টাকা তুলে মা কে বাঁচিয়েছিলেন আজ সে নিজেই মৃত্যুশয্যায়!
আমি বিশ্বাস করি শারমিনের গান সকলের হৃদয় দাগাইতে পেরেছে তার অসাধারণ গায়কী ও দরদমাখা কন্ঠে।

"আমি আপন কইয়া সব দিছি তোমারে"
শারমিনের গান শুনে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু বলেছিলেন, ‘ফের জন্ম নিলে তোর গর্বেই জন্ম নেবো। আজ থেকে তুই আমার মা।’



প্রায় ষাট হাজার প্রতিযোগী এড়িয়ে ২০১৬ সালে আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানে প্রথম হন শারমিন। অথচ, আজ আঁধারে প্রদীপ নি-ভু-নি-ভু জ্বলছে। শৈশবের শুরুতেই থালা হাতে গান গেয়েছিলেন, ছোট্ট শারমিন স্কুল, হাটবাজার, রাস্তাঘাটে গান গেয়ে টাকা তুলে অসুস্থ মাকে বাঁচিয়েছিল। আজ শারমিনের মা মানুষের কাছে ভিক্ষা চাইছেন মেয়েকে বাঁচাতে ভাগ্য কি নির্মমতার! সুখের দেখা পেয়েও শারমিন দুঃখের সাগরে ভাসছে। জীবন-মরণের সন্ধিক্ষণে তরুণ বাউলশিল্পী।

গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি রয়েছে।গত দুই সপ্তাহ হতে চলছে অবস্থার কোনো উন্নতি হয়নি এখনও। রক্তের সেল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। রক্তের উৎপাদন ক্ষমতাও কমে যাচ্ছে ক্রমশই। ‘গ্রেভস ডিজিজ’ (থাইরয়েড সংশ্লিষ্ট জটিল রোগ) এ ভুগছে শারমিন। ঢাকা মেডিকেলে জ্বর নিয়ে ভর্তি হয় হলিফ্যামিলি হাসপাতালে। সেখানে ডেঙ্গু টেস্ট করালে নেগেটিভ রেজাল্ট আসে। জ্বর না কমায় ঢামেকে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু দিন যাচ্ছে শারমিনের অবস্থা আরও খারাপ হচ্ছে। চিকিৎসকরা বলেছেন, ‘শারমিনের রক্তের সেল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।

ওর শরীরে নতুন করে রক্ত উৎপাদন হচ্ছে না বলেই অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে।’ পরবর্তিতে ঢামেকের ক্যান্সার ইউনিটে স্থানান্তর করা হয় শারমিনকে। শারমিনের মা ‘সারাজীবন মানুষের বাড়িতে কাজ করেছে। দশ বছর আগে গুরুতর অসুস্থ হয়ে হলিফ্যামিলিতে ভর্তি হয়। আট-দশ বছরের মেয়ে হাটে-মাঠে গান গেয়ে টাকা তুলে মা কে বাঁচিয়েছে। আজ সে মা'য়ের সামনেই মেয়েকে শেষ হতে দেখছে এ যেনো...!

শারমিনের মা জানান ডেইরি আড়ং চ্যানেল আই বাংলার গান প্রতিযোগিতায় প্রথম হওয়ায় পরিবারে কেবলই সুখের দেখা মেলে। অল্প সময়ে সুখগুলো দিশেহারা হবে কে জানে!


শারমিনের বাবা হুমায়ুন কবির জানান, ‘চিকিৎসকরা দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এমতাবস্থায় আমরা দিশেহারা! বিদেশে চিকিৎসা সে তো অনেক টাকার ব্যাপার তাই সকলের কাছে দোয়া ও অর্থ সাহায্যের হাত পেতেছি।

শারমিনের বাবা বাউলশিল্পী, ময়মনসিংহ নান্দাইলে শারমিনের দাদা বাড়ি। বাবা হুমায়ুন গান লেখেন, সুর বাঁধেন। বাবার কাছেই শারমিনের গানের হাতেখড়ি।

২০১৬ সালে আড়ং ডেইরি-চ্যানেল আই ‘বাংলার গান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০ বছর বয়সী বাউলগানের নয়া পাখি শারমিন চলতি বছর এইচএসসি পাস করেছেন।

চিকিৎসার্থে সাহায্য পাঠানো যাবে—বিকাশ নম্বর: 01733877958 ব্যাংক হিসাব নম্বর: 2101034166001Rahima, City Bank, Gulshan Branch এএসএস/এমআরএম/এইচএ/জিকেএস আরোও জানতেঃ https://bangla.dhakatribune.com/entertainment/2021/11/21/43357 https://m.mzamin.com/article.php?mzamin=303309

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’