চারু প্রোডাকশনের পণ্য পৌঁছে গেল আমেরিকায়!

চারু প্রোডাকশনের পণ্য পৌঁছে গেল আমেরিকায়!
করোনা মহামারী চলাকালীন ২০২০ এর ডিসেম্বরে শীতের চাদরে কবিতার পংক্তি সাজিয়ে কুড়িগ্রামে অনানুষ্ঠানিকভাবে ছোট্ট করে যাত্রা শুরু হয়েছিলো চারু প্রোডাকশনের৷ কিন্তু ক্রেতাদের ভালোবাসা ছিলো অপরিসীম৷ স্বল্প সময়ে শীতের চাদর ব্যাপক সাড়া ফেলেছিলো৷ তারপর একে একে হ্যান্ড পেইন্ট থ্রি পিস, ফতুয়া, কুর্তি, শাড়ি, শিশুদের পোশাকেও চারু প্রোডাকশনের পরিসর বৃদ্ধি পায়৷ ক্রেতাদের বর্ধিত চাহিদার সাথে তাল মিলিয়ে চারুর পরিসরও বৃদ্ধি পেতে থাকে৷



চারু প্রোডাকশন পৌঁছতে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলায়৷ এরই ধারাবাহিকতায় চারুর পণ্য পৌঁছে গেল সুদূর আমেরিকায়৷ চারু প্রোডাকশনের উদ্যোক্তা ফিরোজ সরকার বলেন, “১ অক্টোবর রাত তিনটের দিকে চারু প্রোডাকশনের ফেসবুক পেজে কল দিয়ে কথা বলতে চাইলেন। এরপর প্রায় ৪০ মিনিটের কথোপকথন হলো চারুর পণ্য বিষয়ে। বিস্তারিত আলোচনার পর পাঁচটি পাঞ্জাবি ও দুইটি শাড়ির অর্ডার কনফার্ম হলো ৬ অক্টোবর (২০২১)৷ সময়টাও পক্ষে ছিলনা কারন আমি ছিলাম কিছুটা অসুস্থ৷ একদিকে পুজো উপলক্ষে শাড়ি/পাঞ্জাবীর কাজ করতে হচ্ছে, অপরদিকে আমেরিকার নতুন অর্ডার! প্রথমবার চারুর পণ্য দেশের সীমা ছাড়িয়ে যাচ্ছে ভেবে উত্তেজনা অনুভব করছিলাম৷ অসুস্থ শরীরে টানা এগারোদিন কাজ করলাম।”


তিনি আরো বলেন, “এভাবে আপনাদের ভালো লাগা ভালোবাসায় চারু প্রোডাকশন আপনাদের মন জয় করবে। ভালোবাসা পাঠিয়েছি দাদা মিলন কুমার রায় ভালোমন্দ রিকমেন্ড করবেন তাতে করে অনুপ্রাণিত হবো, ভুলের মাঝে ফুল ফুটবে বিশ্বাস করি।”


চারু প্রোডাকশনে এখন হ্যান্ড পেইন্ট শাড়ি, পাঞ্জাবী, কুর্তি, ফতুয়া সহ আরো অনেককিছু পাওয়া যাচ্ছে৷ একাধিক অর্ডারে থাকে নানারকম ছাড়! আপনিও অর্ডার করতে পারেন চারুর পণ্য!

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’