প্রকাশ পেল ‘বর্ডার’ সিনেমার পোস্টার
প্রকাশ পেয়েছে ‘বর্ডার’ সিনেমার পোস্টার। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার পেজে পোস্টারটি অবমুক্ত করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির।
বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও ওই অঞ্চলের বিভিন্ন চোরাচালান নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
সিনেমাটি প্রসঙ্গে সৈকত নাসির জানান, সীমান্ত এলাকার বিভিন্ন ঘটনার পাশাপাশি রাজনীতি, ধর্ম, চোরাচালান নিয়ে কাহিনী। এগুলো ইস্যু করেই এগিয়ে যাবে সিনেমাটি। দর্শক ভিন্ন ধরনের পলিটিক্স দেখতে পাবে এ সিনেমায়।
জানা গেছে, ইতিমধ্যে সেন্সর বোর্ডে জমা পরেছে সিনেমাটি। সেন্সরের কোনো আপত্তি না থাকলে আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা সৈকত নাসির।
ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সান্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসসহ আরো অনেকে।
Comments
Post a Comment