অনলাইন সাহিত্য পত্রিকার যাত্রা শুরু হলো

মোকলেছুর রহমান সম্পাদিত শিল্প-সাহিত্যের অনলাইন পত্রিকা ‘শ্বেতপত্র’-এর যাত্রা শুরু হলো৷ ২৯ অক্টোবর (২০২১) বিকেল চারটায় কুড়িগ্রাম জেলা উদীচী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি উদ্বোধন করেন বাংলাদেশের অন্যতম লিটলম্যাগ ‘বিন্দু’ (www.bindumag.com) এর সম্পাদক কবি সাম্য রাইয়ান৷


মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক, বই আলোচনার ওয়েবসাইট ‘গ্রন্থগত’-র পরিচালক ও ‘তীব্র কুড়িগ্রাম’-র সম্পাদক প্রাবন্ধিক ও অনুবাদক সুশান্ত বর্মণ, কবি শুভ্র সরখেল, রৈখিক সম্পাদক জাহানুর রহমান খোকন, কবি ও প্রাবন্ধিক মাহমুদ আল হেলাল উজ্জামান প্রমূখ৷ সভায় চিত্রশিল্পী চারু সোনা রায়,

চারু বার্তা সম্পাদক ফিরোজ সরকার, অনুশীলন সম্পাদক নয়ন সরখেল, তরুণ সাংবাদিক কল্লোল রায় ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য, শ্বেতপত্র পত্রিকাটি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত মোট ৫টি সংখ্যা কাগজে ছেপে প্রকাশিত হয়েছিলো৷ আট বছর পর আবারো এর যাত্রা শুরু হওয়ায় বক্তারা পত্রিকাটিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অনলাইন সাহিত্য পত্রিকা সম্পর্কে আলোচনা করেন৷ আলোচনা শেষে কবিতা পাঠ করেন উপস্থিত কবিগণ৷

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’