তীব্র শীতে শিশু ও অসহায় বয়স্ক মানুষেদের মাঝে ‘ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি’ শীত বস্ত্র উপহার প্রদান

হঠাৎ করে শুরু হওয়া তীব্র শীতে গরিব ও অসহায় মানুষের ঠান্ডা জনিত রোগসহ নানান ধরনের কথা চিন্তা করে ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি ৩৫ জন অভাবি পরিবারের শিশু ও ১৫ জন বয়স্ক মানুষের মাঝে হুডি জ্যাকেট ও কম্বল উপহার দিয়েছে।
গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে এসব উপহার প্রদান করা হয়। উল্লেখ্য গত বছর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে করোনা কালীন কঠোর লকডাউনের পরিপ্রেক্ষিতে কর্মহীন হওয়া অভাবি পরিবারের ৫০-৫৫ টি শিশুকে একটানা তিনমাস দুপুরের খাবারের ব্যবস্থা করে সংগঠনটি।
ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও মানবিক ডেমা ইউনিয়ন যৌথ ভাবে প্রতি মাসে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিয়ে থাকে।
ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শেখ আসাদ ও সাধারণ সম্পাদক শেখ তানজিম জানান মানুষের সহয়তা পেলে তারা তাদের এই ধরনের মানবিক কার্যক্রম অবিরত রাখবেন।

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’