তীব্র শীতে শিশু ও অসহায় বয়স্ক মানুষেদের মাঝে ‘ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি’ শীত বস্ত্র উপহার প্রদান

হঠাৎ করে শুরু হওয়া তীব্র শীতে গরিব ও অসহায় মানুষের ঠান্ডা জনিত রোগসহ নানান ধরনের কথা চিন্তা করে ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি ৩৫ জন অভাবি পরিবারের শিশু ও ১৫ জন বয়স্ক মানুষের মাঝে হুডি জ্যাকেট ও কম্বল উপহার দিয়েছে।
গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে এসব উপহার প্রদান করা হয়। উল্লেখ্য গত বছর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে করোনা কালীন কঠোর লকডাউনের পরিপ্রেক্ষিতে কর্মহীন হওয়া অভাবি পরিবারের ৫০-৫৫ টি শিশুকে একটানা তিনমাস দুপুরের খাবারের ব্যবস্থা করে সংগঠনটি।
ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও মানবিক ডেমা ইউনিয়ন যৌথ ভাবে প্রতি মাসে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিয়ে থাকে।
ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শেখ আসাদ ও সাধারণ সম্পাদক শেখ তানজিম জানান মানুষের সহয়তা পেলে তারা তাদের এই ধরনের মানবিক কার্যক্রম অবিরত রাখবেন।

Comments

Popular posts from this blog

‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার ‘শুভ্র সরখেল সংখ্যা’র মোড়ক উন্মোচন

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

নিমগ্ন দুপুরের নতুন থ্রিলার ‘হোয়াইট ম্যাজিক: লাইফ অব ডেথ’