উদীচীর উদ্যোগে কুড়িগ্রামে শীঘ্রই চালু হচ্ছে ‘বাদল আহমেদ সংগীত নিকেতন’


উদীচীর উদ্যোগে কুড়িগ্রামে শীঘ্রই চালু হচ্ছে ‘বাদল আহমেদ সংগীত নিকেতন’

কুড়িগ্রামে ‘বাদল আহমেদ সংগীত নিকেতন’ নামের একটি সংগীত বিদ্যালয়ের নবযাত্রা শুরু হচ্ছে৷ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের পরিচালনায় এ বিদ্যালয়টি চলবে বলে জানা গেছে।




গত রবিবার (১৯ সেপ্টেম্বর ২০২১) বিকেল চারটায় কুড়িগ্রাম জেলা উদীচী মিলনায়তনে জেলা কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়৷ সভায় সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি নেজামুল হক বিলু। সর্বসম্মতিক্রমে জেলা কমিটির সাধারণ সম্পাদক লাইলী বেগমকে সংগীত নিকেতনের আহ্বায়ক ও সংগীত বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলালকে সদস্য সচিব নির্বাচিত করে পরিচালনা কমিটি গঠন করা হয়৷

উক্ত কমিটি অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে সংগীত বিদ্যালয়টির কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে৷

Comments

Popular posts from this blog

‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার ‘শুভ্র সরখেল সংখ্যা’র মোড়ক উন্মোচন

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

নিমগ্ন দুপুরের নতুন থ্রিলার ‘হোয়াইট ম্যাজিক: লাইফ অব ডেথ’