পথনাটক উৎসব উপলক্ষে কুড়িগ্রামে উদীচীর মতবিনিময় সভা অনুষ্ঠিত



বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের উদ্যোগে কুড়িগ্রাম জেলার সংস্কৃতিকর্মী ও সুশীল সমাজের সাথে ‘উদীচীর তিন দিনব্যাপী পথনাটক উৎসব’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম উদীচী মিলনায়তনে এ সভায় নেজামুল হক বিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ৷


সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদকে চেয়ারম্যান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক তানভীর মামুনকে আহ্বায়ক ও নাট্য বিভাগের সম্পাদক মোকলেছুর রহমানকে সদস্য সচিব নির্বাচন করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে৷ এবং আগ্রহী নাট্যদলসমূহকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে উদীচীর সাথে যোগাযোগ করতেও আহ্বান জানানো হয়েছে৷


উল্লেখ্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের আয়োজনে আগামী ২৭, ২৮ ও ২৯ অক্টোবর কুড়িগ্রামে ‘পথনাটক উৎসব’ অনুষ্ঠিত হবে৷ এতে অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম ও বিভিন্ন জেলার অন্তত ছয়টি নাট্যদল৷ এই উৎসব উদ্বোধন করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান৷



Comments

Popular posts from this blog

‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার ‘শুভ্র সরখেল সংখ্যা’র মোড়ক উন্মোচন

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

নিমগ্ন দুপুরের নতুন থ্রিলার ‘হোয়াইট ম্যাজিক: লাইফ অব ডেথ’