৮ বছর বয়সী আরশিয়ার জমানো টাকায় ছোট বোনের মৃত্যু বার্ষিকীতে অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ

অমর্ত্য ফাউন্ডেশন কৃষকের রান্নাঘরে আজ ৫৯ তম দিনে অন্যরকম ভালবাসার গল্পে থাকছেন আট বছর বয়সী আরশিয়া। ছোট বোনের মৃত্যু বার্ষিকীতে ছোট ছোট শিশুদের খাবার বিতরণ করলো বড়বোন আরশিয়া পারভেস আরশিয়ার বয়স মাত্র ৮ বছর
এই বয়সে আরশিয়ার জমানো টাকায় অসহায় শিশুদের মাঝে, খাবার বিতরণ দৃষ্টান্ত হয়ে থাকবে। আরশিয়ার শিশুদের প্রতি এই ভালবাসা আমাদের অনুপ্রেরণার ফুল বাগানে হয়ে থাকুক। প্রাণের বাগেরহাট এর চীফ-এ্যাডমিন শাওন পারভেসের কন্যা সকলের প্রিয় মামণি আরশিয়া ও তার বোনের জন্য প্রাণভরে দোয়া করি সকলে। অমর্ত্য ফাউন্ডেশন কৃষকের রান্নাঘরের আজ ৫৯ তম দিনে শিশু মেহমানদের খাবার যা ছিলো চিকেন বিরিয়ানিও কোমল পানি। উল্লেখ্য গত ২৪ জুন ২০২১ হতে অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে,ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে শুরু হয় "কৃষকের রান্না ঘর" করোনা পরিস্থিতিতে কর্মহীন পরিবারের শিশুদের খাদ্য সহায়তা কার্যক্রম চালু করা হয়।
অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে দেশের আরো পাঁচটি স্থানে চলছে এই কার্যক্রম। সাধারণ সম্পাদক,ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ শেখ তানজিম আরও জানান অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে ইতিপূর্বে অনেকেই সহায়তা করছে। পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপলক্ষে কৃষক পরিবারের জন্য ঈদ উপহারঃ শাড়ী, লুঙ্গী,স্যান্ডেল। কুরবানির ইদে গরীব কৃষকদের জন্য একটা গরু কুরবানি দেয়া হয়েছে। অমর্ত্য ফাউন্ডেশন মহৎ ও মানবতার মানুষজনের সহয়তায় চলে।
"অমর্ত্য ফাউন্ডেশন কৃষকের রান্নাঘর" ইতোমধ্যে এলাকার জনপ্রতিনিধিগণ অনেক সহায়তা করছেন। উল্লেখযোগ্য সহায়তা করছেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান- সরদার নাসির উদ্দীন। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোঃ মনি মল্লিক ও ফেইসবুক গ্রুপ প্রাণের বাগেরহাট (মানবিক সংগঠন) এছাড়াও অনেকেই আপন জনের জন্মদিন, মৃত্যু বার্ষিকীতে এখানে সহায়তা করেন। সকলের সহযোগিতায় পেলে দীর্ঘ মেয়াদী অসহায় শিশুদের 🔹খাদ্য 🔹বস্ত্র 🔹শিক্ষা সামগ্রী চলমান৷ থাকবে।

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’