পপ সম্রাট মাইকেল জ্যাকশনের জন্মদিন

১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের গ্যারি নামের এক গ্রামে জন্মগ্রহণ করেন

পপ সম্রাট পৃথিবীর জনপ্রিয় ও বহুল বিক্রিত এ্যালবামের সংগীতশিল্পী মাইকেল জ্যাকসন।
১৯৮০ সালে মাইকেল জ্যাকসনের পাঁচটি সংগীত এ্যালবাম বিশ্বের সর্বোচ্চ বিক্রিত।

'অব দ্য ওয়াল' (১৯৭৯), 'থ্রিলার' (১৯৮২), 'ব্যাড' (১৯৮৭), 'ডেঞ্জারাস' (১৯৯১) 'হিস্টরি' (১৯৯৫)। 'থ্রিলার' অ্যালবাম যেটি পাঁচ কোটি কপি বিক্রি হয়েছে, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেন। ম্যাজেক করেন গানের তালও নাচের কৌশলে। 

ব্যাপক জনপ্রিয়তা 'রোবট ও 'মুনওয়াক' সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৪ সালে এক আসরে আটটি গ্র্যামি পুরস্কার অর্জন করে রেকর্ড করেন।

সংগীতের অপর সাইটে মাইকেলের ছিল জীবন ছিলো রহস্য—অসামান্য। এলোমেলো স্বভাবের জীবনযাপনের মাইকেল জ্যাকশন।

ব্যক্তিগত জীবনে তেমন কারোর সাথে মিশতেন না। সুন্দর পৃথিবীর প্রতি অঘাত প্রেমে অমর হওয়ার বাসনায় শীর্ষ চিকিৎসক দ্বারা ১৯৭৯ এ প্রথম কসমেটিক সার্জারী করেন মাইকেল জ্যাকশন।

সুন্দর এই পৃথিবীর প্রতি মায়া ছিল তার অগাধ ।
তাই অমর হওয়ার রাস্তা খুঁজেছিলেন তিনি। এ জন্য বিশ্বের শীর্ষ চিকিৎসকদের নাগাল পাওয়ার চেষ্টা করতেন তিনি।

১৯৯৪ সালে সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ও গীতিকার লিসা মেরি প্রিসলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৯৬ সালে বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে ডিবোরাহ নামক এক নার্সকে বিয়ে করেন।

১৯৯৭ সালে সে ঘরে প্রথম সন্তান পিন্স মাইকেল জ্যাকশন জন্মগ্রহণ করেন ১৯৯৮ সালে জন্ম নেয় মেয়ে প্যারিস মাইকেল জ্যাকশন। ১৯৯৯ সালে সে সংসারটিও বেঁধে রাখতে পারেন নি বেশি দিন।

কিংবদন্তি শিল্পী মাইকেল জ্যাকশন ২৫ জুন ২০০৯ সালে ৫০ বছর বয়সে দেহ ত্যাগ করেন।

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’