সংস্কৃতিজন আল-মামুনের প্রয়ানে উদীচী পরিবারের শোক


বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা শাখার প্রথম কমিটির সহ-সভাপতি (১৯৭৭ খ্রি.), পরবর্তী কমিটির (২০০৬ সন পর্যন্ত) সহ-সভাপতি, মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক, আপোষহীন সংগ্রামী ক্ষেতমজুর নেতা সংস্কৃতিজন আল-মামুন স্ট্রোক জনিত কারণে ৮ অগাস্ট দুপুরে (২:৩০ মিঃ) প্রয়াত হয়েছেন৷ তাঁর প্রয়াণে উলিপুরের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া৷ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের অফিয়াল পেজ থেকে জানানো হয়েছে শ্রদ্ধা৷ সেই পোস্টে লেখা হয়েছে, “আমাদের চলার পথের সাথীকে হারিয়ে আমরা মর্মাহত, শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি উদীচী পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি৷”

Comments

Popular posts from this blog

‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার ‘শুভ্র সরখেল সংখ্যা’র মোড়ক উন্মোচন

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

নিমগ্ন দুপুরের নতুন থ্রিলার ‘হোয়াইট ম্যাজিক: লাইফ অব ডেথ’