উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এবারে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির লাইভে

 


দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে সারা পৃথিবীতে গর্বের একটি নাম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। উই এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা একজন সফল উদ্যোক্তা।

গ্রুপটিতে ১২ লাখ মানুষ যুক্ত রয়েছে। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের নিয়মিত ফেসবুক লাইভ আয়োজনে আলোচনায় যুক্ত থাকবেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজনেস  অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের অ্যাসোশিয়েট প্রফেসর ড. ইশরাত তানিয়া। 




৫ অগাস্ট, বৃহস্পতিবার, রাত ৯.০০ ঘটিকা।




আলোচনার বিষয় 'বিজনেস টু ই-বিজনেস'। জানার সুযোগ তৈরী হবে ব্যবসা-বাণিজ্যের ডিজিটালাইজেশনের সর্বশেষ তথ্য সম্পর্কে।


সঞ্চালকের ভূমিকায় থাকবেন তাসফিয়া আফরিন ফারিয়া। 





সকলকে আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে—


Women and E Commerce Forum WE


Stamford University of Bangladesh 






Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’