কর্মহীনদের মাঝে "এক ব্যাগ ভালোবাসা" বিতরন করল সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন

প্রতিবেদকঃ মোঃ মোকলেছুর রহমান।



করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের ফলে অনেকেই কাজ হারিয়ে ঘরে বসে আছেন। উপার্জন কমে যাওয়ায় অনেকেই ভুগছেন খাদ্য সংকটে।


 



এমতাবস্থায় আজ শনিবার মোহাম্মদপুর এলাকায় কিছু পরিবারের মাঝে ৭ দিনের খাবার হিসাবে চাল, ডাল, আলু, লবণ সমৃদ্ধ এক ব্যাগ ভালবাসা এবং ননমেডিকেল কাপড়ের মাস্ক বিতরণ করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।


সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর লালমাটিয়াস্থ ;কার্যালয়ে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা জনাব রুস্তম আলী খোকন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের সিনিয়র ভাইসচেয়ারম্যান জনাব এবং গ্রীন ভয়েস- এর প্রধান উপদেষ্টা জনাব আলমগীর কবির, সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জনাব মাইনুল ইসলাম মুন্না এবং সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসেন স্বপন।


 



মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণের সময় জনাব রুস্তম আলী খোকন "বিত্তবানদের প্রতি আহবান জানান করোনালীন লকডাউনে কর্মহীনদের পাশে দাঁড়ানোর জন্য"।


জনাব আলমগীর কবির বলেন, "খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে এবং নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে তাহলে করোনা মোকাবিলায় আমরা সক্ষম হবো।"


সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান জনাব সাখাওয়াত স্বপন আই নিউজ বিডিকে বলেন, "আমরা যদি সচেতন হই, স্বাস্থ্যবিধি অনুসরণ করি এবং সঠিক নিয়ম অনুসরণ করে করোনার টিকা নিতে পারি তাহলেই করোনা থেকে বাঁচা সম্ভব হবে।"


উল্লেখ থাকে যে, করোনার প্রকোপ দেখা দেয়ার পরই সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাস ক্যাটাগোরিতে সাম্প্রতিক জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-২০২০ অর্জন করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।


প্রকাশ- ৩১ জুলাই ২০২১

সূত্র- আই নিউজ বিডি


Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’