বাগেরহাটের একটি কৃষক সমিতির সফলতার গল্প


বাগেরহাট জেলার সদর উপজেলার ডেমা ইউনিয়নে কয়েকজন কৃষক মিলে তৈরী করেছে  এক অন্য রকম সফলতার গল্প,সেখানকার কৃষক মিলে এই বছরের প্রথম দিন অর্থাৎ ১ লা জানুয়ারী একটি কৃষক সমিতি গঠন করেন,নাম রাখেন কৃষি উন্নয়ন সমবায় সমিতি যেটা এখন"ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এই নামে সরকারি ভাবে নিবন্ধিত হয়েছে।



ডেমা ইউনিয়নসহ সদর উপজেলার বিভিন্ন জায়গায় এখন কৃষকের রোল মডেল হিসাবে পরিচিত হয়েছে এই সমবায় সমিতি,কারণ সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যদের একতা,সততা,কার্যকারিতায় এলাকাবাসী মুগ্ধ হয়েছে,কৃষক শ্রেণির জনগোষ্ঠীর এই ধরনের মঞ্চ এটাই প্রথম বলে জানিয়েছে এলাকাবাসী।



ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড সেই প্রথম থেকে জনহিতৈষী কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে,তারা ইউনিয়ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-সহকারী,উপজেলা কৃষি অফিসের সাথে কৃষকের যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে কাজ করে চলেছে।



সঠিক সময়ে সঠিক সার,বীজ প্রাপ্তির লক্ষ্যে কাজ করছে,জলবদ্ধতা নিরাসনের লক্ষ্য কাজ করছে এবং পরিকল্পনা রয়েছে ইউনিয়ন ভিত্তিক কৃষক সম্বর্ধনা এবং কৃষক পুরস্কারের প্রবর্তন করবেন।



ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর নেপথ্যে সহযোগিতা করছেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন মহোদয় এবং ডেমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনি মল্লিক সাহেব,মূলত উনাদের উৎসাহ আর সার্বিক সহযোগিতায় সম্ভব হয়েছে এই সফলতা। 

ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ
 এর উদ্যোগেঅমর্ত্য ফাউন্ডেশনের অর্থায়নে করোনা পরিস্থিতিতে কর্মহীন পরিবারের শিশুদের খাবারের ব্যবস্থা।


ইতোমধ্যে অমর্ত্য ফাউন্ডেশন নামের একটি মানবিক সংস্থা ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর গরিব কৃষকদের অনেক সাহায্য ও সহায়তা প্রদান করেছেন,পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ থেকে শুরু করে ঈদ উপহার দিয়েছিলেন,এখন করোনা পরিস্থিতির কারণে চলমান কঠোর লকডাউনের সময়ে অমর্ত্য ফাউন্ডেশন কৃষি উন্নয়ন সমবায় সমিতির মাধ্যমে গরিব পরিবারের শিশুদের খাদ্য সহায়তা চালিয়ে নিচ্ছেন,অবশ্য এলাকার অনেক মানুষও এখানে সহয়তা করছেন।



সবকিছু মিলিয়ে এই হল ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সফলতার গল্প,ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড আপনাদের সবার ভালবাসা আন্তরিকতা কামনা করে।

Comments

Post a Comment

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’