"আমি চাকরী করবো না, চাকরী দিবো"

অভিজাত পরিবারে জন্ম নেয়া মেয়েটির উদ্যোক্তা হবার স্বপ্ন ঘুড়ি উড়িয়েছেন অপার আকাশে। যদিও পুরো আকাশ ছিলো কালো মেঘের দখলে। একে একে পরিবারের অনেকেই যখন দেশের বাহিরে চলে যায়। তখন তার মনের অবস্থা কেমন যাচ্ছিলো জানার বা বোঝার মানুষগুলোই কাছে ছিলো না বরং তারও যাওয়া ফরজ হয়ে উঠে।


কিন্তু না, তার দেশ, মাটি ও জন্মভিটা কুড়িগ্রাম ছাড়লেন না। নদীরঙিন মায়ের কোল আঁকড়ে ধরে শৈশব, কৌশরের দায় এড়াতে না পেরে থেকে গেলেন। আবিষ্কার করলেন নিজেকে। ভাবলেন নারী হয়ে নারীদের কর্ম মুখি করা উপায় কি? নারীদের নিজ দেশে, নিজ জন্ম ভিটায় স্বাবলম্বী করার কর্মপরিকল্পনা আবিষ্কার করলেন।


২০০২ সালে গড়ে তোলেন প্রথম বিউটি পার্লার বরের অমতে কোমলপ্রাণ ছটপট করছিলো। ভালো লাগছিলো না কোনো কিছুই—এমন দেখে শশুরের সহযোগিতায় আপন ঘরের ড্রেসিং টেবিল দিয়ে কুড়িগ্রামে একমাত্র বিউটি পার্লার 'নন্দিনী' প্রতিষ্ঠা করেন জুলিয়া ইয়াসমিন রত্না।
শিখিয়েন (ট্রেনিং) করিয়েছেন। প্রতিষ্ঠান ও গড়ে দিয়েছেন অনেককে। এখন তারা সকলেই সফল উদ্যোক্তা (বিউটিশিয়ান)।


এরপর ২০০৬ এ স্বাদ কনফেকশনারী। ২০১৬ 'ইষ্টিকুটুম' রেস্টুরেন্ট এরপর গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষে গড়ে তোলেন 'সিদল' কারখানা এতোকিছুর পরও যেনো অপূর্ণতা থেকে যায়। থেমে থাকার মানুষও তিনি নন। আবারও কুড়িগ্রাম ধরলা নদীর তীরে ৬ একর জমিতে 'খেয়া' পর্যটনকেন্দ্র প্রতিষ্ঠার পথে...!

এবারে কুড়িগ্রাম জেলায় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় জয়িতা পুরুস্কার ২০২১ অর্জন করলেন জুলিয়া ইয়াসমিন রত্না।

চারু বার্তাচারু প্রোডাকশন পরিবার তার এই সাহসী কর্মপ্রচেষ্টার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম।

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’