প্রকাশিত হচ্ছে সাম্য রাইয়ানের কবিতার বই ‘লিখিত রাত্রি’

‘এই মাঝরাতে ক্যান তুমি দূরের পাখি হৈলা কও?’, লিখেছিলেন কবি, লেখক ও সম্পাদক সাম্য রাইয়ান।

তার নতুন বই ‘লিখিত রাত্রি’ (২০২২)। অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ কবিতার এই বইটি প্রকাশ করবে ঘাসফুল প্রকাশনী।

লোকাল ট্রেনের জার্নাল 
সাম্য রাইয়ান
প্রচ্ছদ : রাজিব দত্ত


৫৫টি কবিতা নিয়ে ‘লিখিত রাত্রি’ আসছে পাঠকের কাছে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বইটি থাকবে ঘাসফুল প্রকাশনীর স্টলে৷

চোখের ভেতরে হার্মিং বার্ড
সাম্য রাইয়ান
প্রচ্ছদ : শামীম আরেফীন


লেখক জানালেন, ‘লিখিত রাত্রি’ বইটির প্রচ্ছদ করেছেন কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত। ২০১৫ সালের জুন ও জুলাই মাসে পঞ্চান্ন পর্বের এই সিরিজটি রচিত হয়েছিলো।

মার্কস যদি জানতেন
সাম্য রাইয়ান
প্রচ্ছদ: রাজিব দত্ত


এতে উঠে এসেছে রাত্রির নানা রূপময় চিত্র৷ রাতের পথঘাট থেকে শুরু করে রাতের আকাশ, চাঁদ, নাইটগার্ড, বেশ্যা, পথচারী, ট্রাকড্রাইভার, কুকুর কোনো কিছুই কবির চোখ এড়ায়নি৷ রাত্রির সাথে প্রাণ-প্রকৃতির সম্পর্ক, সম্পর্কের জটিল স্তর সকল কিছু উঠে এসেছে এই সিরিজ কবিতায়৷ পঞ্চান্ন পর্বের কবিতায় পঞ্চান্ন রকম বর্ণনা রয়েছে রাতের৷



সাম্য রাইয়ানের জন্ম কুড়িগ্রামে। বেড়ে ওঠাও সেখানেই। তিনি লেখালেখি করছেন দীর্ঘদিন। জড়িয়ে আছেন বাংলাদেশ ও ভারতের অনেক লিটলম্যাগ ও ওয়েবজিনের সঙ্গে।



এছাড়াও তার সম্পাদনায় ২০০৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে লিটলম্যাগ ‘বিন্দু’ (bindumag.com)৷



বেশ কয়েকটি বই বেরিয়েছে সাম্য রাইয়ানের। যেমন, ‘বিগত রাইফেলের প্রতি সমবেদনা’ (২০১৫), ‘মার্কস যদি জানতেন’ (২০১৮), ‘হলুদ পাহাড়’ (২০১৯) ও ‘চোখের ভেতরে হামিং বার্ড’ (২০২০)। এগুলো সব কবিতার বই। এর বাইরে দুইটি গদ্যের বইও আছে তার। ‘সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট’ (২০১৪) ও ‘লোকাল ট্রেনের জার্নাল’ (২০২১)৷

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’