‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার উদ্যোগে মিজান খন্দকার সাহিত্য পুরস্কার প্রদানের উদ্যোগ

“বাংলা সাহিত্যে মিজান খন্দকারের অবস্থানকে স্মরণীয় করে রাখতে প্রবর্তন করা হল 'মিজান খন্দকার সাহিত্য পুরস্কার'। কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করা, অনূর্ধ্ব ৪০ বৎসর বয়সের সৃষ্টিশীল লেখক এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, মুক্তগদ্য, প্রবন্ধ সহ মৌলিক গবেষণা, সম্পাদনা ও অনুবাদকর্মের জন্য এই পুরস্কার প্রদান করা হবে। এর জন্য ২০ সেপ্টেম্বরের মধ্যে লেখককে তীব্র কুড়িগ্রাম দফতরে এক কপি বই জমা দিতে হবে৷” গতকাল ‘তীব্র কুড়িগ্রাম’ পত্রিকার মিজান খন্দকার সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন ঘোষণা দেন এর সম্পাদক সুশান্ত বর্মণ৷ তিনি আরো বলেন, “সাহিত্যের বৈচিত্রময় নানা দিক নিয়ে আলোচনা, বিশ্লেষণ, অনুধাবন প্রভৃতিকে আশ্রয় করে কুড়িগ্রামে প্রতি বছর অক্টোবর মাসে মিজান খন্দকারের প্রয়ান দিবসে আয়োজন করা হবে স্মারক বক্তৃতার। এতে বাংলা সাহিত্যের বিবিধ প্রসঙ্গে আলোচনা করবেন দেশের বরেণ্য ব্যক্তিগণ।” ২৬ আগস্ট (২০২২), শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাময়িকপত্রটির মোড়ক উন্মোচন করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন লিটলম্যাগ ‘বিন্দু’ সম্পাদক...