ফাতেমা ইরাজ'র কাব্যগ্রন্থ 'বন্যপ্রেম'


ছোটবেলা থেকেই লিখতে ভালো লাগে। যা পেয়েছি সেটা কবিতার মধ্যে দিয়ে লিখে রাখতে ভালো লাগতো, যা পাইনি সেটা কবিতার মধ্য দিয়ে পেতে ভালো লাগতো ।

যেমন মায়ের স্নেহ পাইনি আমি। কিন্তু কবিতার মধ্য দিয়ে উপলব্ধি করতাম মা এভাবে আদর করে,এভাবে বকে,ওভাবে খাইয়ে দেয় ইত্যাদি। আর এভাবেই খুব ছোটবেলায় লেখার শুরু আমার। দিন দিন বাড়তে থাকে লেখার ঝোঁক।

দিন দিন বড় হতে থাকলাম আর লেখার ঝোঁকও বাড়তে লাগলো ২০১৯ সালে আমার প্রথম কাব্যগ্রন্থ "নিঃশব্দ জবাব "আসে।  এরপর হুট করেই লিখে ফেললাম দুটো গান। দিন দিন উপলব্ধি করতে লাগলাম আমি বেশ রোমান্টিক স্বভাবের মেয়ে।

তাই এবছর অর্থাৎ ২০২৩ সালে অমর একুশে বইমেলায় নিয়ে এলাম এক ঝুড়ি রোমান্টিক কবিতার সমন্বয়ে "বন্যপ্রেম " 




বইয়ের নাম : বন্যপ্রেম

বইটা প্রকাশ হচ্ছে প্রিয় বাংলা প্রকাশনী থেকে।

চার ফর্মার বই এটা।

মোট ৬০টি কবিতা রয়েছে। 

বইয়ের মুদ্রিত মূল্য -২০০টাকা

অফার মূল্য -১৫০টাকা

প্রি-অর্ডার করতে যোগাযোগ করুন ফাতেমা ইরাজ–https://www.facebook.com/profile.php?id=100004742865135&mibextid=ZbWKwL


Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’