নিমগ্ন দুপুরের নতুন থ্রিলার ‘হোয়াইট ম্যাজিক: লাইফ অব ডেথ’

 


"মৃত্যু আতংকে রাজধানীতে বন্ধ হয়ে আছে বিয়ে। বাসর রাতে মারা যাচ্ছে বর এবং মানসিক ভারসাম্য হারাচ্ছে কনে। আজ সকালে বনানী দুই নাম্বার রোডের একটি বাড়িতে একই রকমভাবে মিললো আরো একজন বরের লাশ। জানা গেছে, পরিবারটি তাদের নিকট আত্মীয় স্বজন এবং কিছু কাছের বন্ধু বান্ধব নিয়ে গতকাল রাতেই চুপিসারে বিয়ের আয়োজন সম্পন্ন করে। এই নিয়ে গত ৩ মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় একই ভাবে ১৭ টি মৃত্যু ঘটলেও এর কোনো ব্যাখা পাওয়া যায়নি। এসব কেবলি সাধারণ মৃত্যু নাকি হত্যা! অস্পষ্ট রয়ে গেছে বিষয়। তদন্তের দায়িত্ব হস্তান্তরের ৩ মাস পার হলেও এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কিছুই বলতে পারছে না পিবিআই। তাই দিন দিন জনমনে আতংক বেড়েই চলেছে। যেখানে বিয়েকে জীবনের নতুন শুরু বলা হতো সেখানে বিয়েই এখন প্রাণঘাতি হয়ে দাঁড়িয়েছে। ১৭ টি মৃত্যুর ৯ টিই ঘটেছে গত ২৫ দিনে। এই অবস্থায় রাজধানীর পাশাপাশি আতংকিত হয়ে পড়েছে সারাদেশের মানুষ। ঘটনার সঠিক তদন্ত হয়ে কবে রহস্য উদঘাটন হবে, এমন প্রশ্ন ঘুরছে সবার মনে। আর এইসব রহস্য উদঘাটন করতে হলে পড়তে হবে নিমগ্ন দুপুরে ৬ষ্ট বই, সুপারন্যাচারাল মার্ডার মিস্ট্রি, হোয়াইট ম্যাজিক-লাইফ অব ডেথ। 


বইটির প্রি- অর্ডার চলছে। বইটি বইফেরী ডট কম থেকে অর্ডার করলেই সর্দার এয়ার ইন্টারন্যাশনালের সৌজন্যে দ্বৈবচয়নে পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকেট।

এছাড়াও চাঁদের বাড়ি রেস্টুরেন্টের সৌজন্যে দ্বৈবচয়নে তিনজন পাবেন লেখকের সাথে ডিনারের সুযোগ।


এবং প্রতিটি অর্ডারে নিশ্চিত ২৭% ছাড়ে থাকছে লেখকের অটোগ্রাফ ও স্পেশাল বুকমার্ক সহ বইফেরীর অন্যান্য উপহার। 


প্রকাশনী: শিখা।

মূল্য: ২৭০

প্রচ্ছদ: আইয়ুব আল আমিন।


Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’