সাম্য রাইয়ানের নতুন কবিতার বই ‘হালকা রোদের দুপুর’


সমকালীন বাংলা কবিতায় সাম্য রাইয়ান এমনই এক কবি যিনি তাঁর প্রতিটি কবিতার বইয়ে নিজেকে নবরূপে নির্মাণ করেন৷ নিজেকে ভাঙেন, গড়েন; গড়ে তোলেন এক নতুন জগৎ৷ এবারও তার ব্যতিক্রম নয়৷ 


অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশ হচ্ছে কবি সাম্য রাইয়ানের চল্লিশটি টানাগদ্য কবিতার সিরিজ ‘হালকা রোদের দুপুর’; যেখানে তিনি আনত স্বরে নির্মাণ করেছেন অভিনব চিত্রকল্প৷ আশ্চর্য তাঁর উপমা৷ এ বই পাঠককে নতুন কবিতার স্বাদ দেবে নিশ্চিত৷


বইটি প্রসঙ্গে কবি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “নিজেকে বিনির্মাণের এক চেষ্টা হিসেবে দেখা যেতে পারে এ বই৷ আগের সকল ফর্ম, যেভাবে আমি লিখেছি; তা থেকে বেরিয়ে— নতুন অবয়ব— রোদের পোশাক ধারণ! হয়তো নতুন লাগবে এই সাম্যকে; লাগতে পারে৷ আবার মনে হতে পারে কিছুই হয়নি এসব, কী লিখেছে ছাইপাশ— এক্কেরে যা তা; যেমন মনে হয় হয়তো অনেকেরই, বারবার!”


রোচিষ্ণু সান্যালের প্রচ্ছদে ২০০ টাকা মূল্যের বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী৷ বইমেলার প্রথম দিন থেকেই ঘাসফুলের স্টলে পাওয়া যাবে৷

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

নিমগ্ন দুপুরের নতুন থ্রিলার ‘হোয়াইট ম্যাজিক: লাইফ অব ডেথ’

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’