ভ্রূণের আর্তচিৎকার' কবি কুসুম তাহেরার তৃতীয় কাব্যগ্রন্থ

 


ভ্রূণের আর্তচিৎকার' কবি কুসুম তাহেরার তৃতীয় কাব্যগ্রন্থ৷
যেখানে তিনি জোৎস্নামায়ায় ভেজা দাঁড়কাক হয়ে লিখে চলেছেন আজন্ম অপেক্ষার কবিতা। বিষের পেয়ালায় আত্মাহুতি দিয়েছেন পরিযায়ী সন্ধ্যায়৷ তিনি কবি। শব্দের বাহনে করে তিনি প্রবেশ করেন তৃষ্ণার্তদের হৃদয়ে। অবলোকন করেন তাদের আর্তি। উম্মাদনায় রুগ্ন ঘাসগুলোর ভেতর খুঁজে চলেন ভবিষ্যৎ সবুজ অর্থময় দিনান্তের। তিনি স্বপ্নদ্রষ্টা। মানুষকে স্বপ্ন দেখানোই তার কাজ। আর তাই উপেক্ষিত মায়ায়, ক্ষয়ে যাওয়া প্রেমেও তিনি সত্যিকারের সূর্য উদিত হওয়ার স্বপ্ন দেখেন৷ স্বপ্ন দেখেন, কামস্রোতে ইতিহাস সঞ্চারিত হবে মৌমাছির মৌবনে।

কবি কুসুম তাহেরার বিশেষত্ব হল তিনি শব্দে কম্পন ধরিয়ে দিতে পারেন। শব্দের পারস্পরিক বিন্যাসে তরঙ্গ সৃষ্টি করতে পারেন। সেই তরঙ্গের ঠেউ কখনো পাঠকের হৃদয়ে এসে আছড়ে পড়ে। কখনো বা স্রোতস্বিনীর মতো বয়ে বয়ে চলে৷

কবি কুসুম তাহেরার এই কাব্যগ্রন্থে আমরা দেখতে পাই সৃষ্টির ব্যাথা, সৃষ্টি উম্মাদনা, এমনকি সৃষ্টির ধ্বংস। আর তাই তাকে বলতে হয়— শুকনো জমিতে মৃত শুক্রাণুরা মিছিল করুক। এবং তিনি উপমা হিসাবে গ্রহণ করেছেন প্রকৃতি। কেননা তিনি জানেন, মানুষ প্রকৃতি। এবং প্রকৃতিতেই মানুষ ফিরে ফিরে আসতে চায়।

–রিসতিয়াক আহাম্মেদ ৷

ক্যাব্যগ্রন্থ ভ্রূণের আর্তচিৎকার
লেখক- কুসুম তাহেরা
প্রকাশক: প্রতিভা প্রকাশ
প্রচ্ছদ :রাজীব দত্ত
অমর একুশে গ্রন্থমেলা,২০২৩ এ পাওয়া যাবে
লেখকের ফেসবুক লিংক–
/facebook.com/kusum.tahera.73

Comments

Popular posts from this blog

কুড়িগ্রামে সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েতের স্মরণসভা অনুষ্ঠিত

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি শামীম সৈকত

মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’