Posts

Showing posts from December, 2021

নিমগ্ন দুপুরের উপন্যাস "দ্য ব্ল্যাক মুন"

Image
কলেজ জীবনে অনেক ছোটগল্প লিখেছি। যা ছাপা হয়েছিলো জাতীয় দৈনিকসহ বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে। এরপর পড়াশোনার চাপ নিয়ে আর গল্প লেখা হয়ে ওঠেনি। কিন্তু সাহিত্য আমি আমৃত্যু ছাড়তে পারবো না জেনেই সাহিত্যের সাথে থাকার জন্য বেছে নিয়েছিলাম কবিতার আশ্রয়। তাইতো লোকে এখন আমায় কবি বলে ডাকে!  তবুও এতগুলো বছরে ভেতরে জমেছে যে ধারাবাহিক কথন, তার ডাক আমি আর উপেক্ষা করতে পারিনি বলেই পাঠকের সমীপে হাজির হয়েছি আমার সম্পূর্ণ মৌলিক অতিপ্রাকৃত রহস্য উপন্যাস "দ্য ব্ল্যাক মুন" নিয়ে। এই উপন্যাসটি সব বয়সী পাঠকের ভালো লাগবে বলে আমি বিশ্বাসী। আমরা মানুষ শরীরী কাঠামোর ভেতর যেখানে নিজেরাই বয়ে চলেছি অতিজাগতিক সত্তা, সেখানে বাস্তবতার ভেতরের অন্তর্নিহিত অতিজাগতিক এই উপাখ্যান পাঠকের চিন্তার জগৎ কে আলোড়িত করবে আশা রাখি। বইটির সঠিক মূল্যায়ন কেবল পাঠক'ই করতে পারবে। তাই পাঠকদের কাছ থেকে আমি তাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো। ধরণ: অতিপ্রাকৃত রহস্য উপন্যাস প্রকাশক: শিখা প্রকাশনী প্রচ্ছদ: আইয়ুব আল আমিন প্রি-অর্ডার: জানুয়ারী ২০২২ এর মাঝামাঝি।

‘লেখকের কথা’ অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হবেন লেখক

Image
আসন্ন বইমেলা ২০২২ কে কেন্দ্র করে শুরু হচ্ছে লাইভ অনুষ্ঠান ‘লেখকের কথা’৷ চারুর ফেসবুক পেজে পাঠকের মুখোমুখি হবেন লেখক৷ পহেলা জানুয়ারি থেকেই এ আয়োজন শুরু হবে বলে জানা গেছে৷ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চারু'র (CHARU) কর্ণধার ফিরোজ সরকার বলেন, “বইমেলায় প্রচুর বই প্রকাশিত হয়, কিন্তু যথাযথ প্রচারের অভাবে অনেক গুরুত্বপূর্ণ বই পাঠকের নজরে আসে না৷ আমরা চাই পাঠক বই সম্পর্কে জানুক৷” তিনি আরো বলেন, “লেখক ও পাঠকের সরাসরি সংযোগ তৈরি করবে আমাদের এ আয়োজন৷ এর মাধ্যমে লেখক তার বইকে পাঠকের সামনে তুলে ধরতে পারবেন এবং পাঠকও তৎক্ষণাৎ প্রশ্ন করতে পারবেন৷”  এ আয়োজনের সহযোগিতায় আছে আরেকটি প্রতিষ্ঠান ‘কাগজের নৌকা’৷ জানুয়ারি ও ফেব্রুয়ারি পুরো দুই মাস বিভিন্ন লেখককে নিয়ে এ আয়োজন বিনামূল্যে প্রদর্শিত হবে চারু ও কাগজের নৌকার ফেসবুক পেজে। চারুর লিংকঃ https://www.facebook.com/charu.ferose/ কাগজের নৌকা লিংকঃ https://www.facebook.com/The.factory.of.Creativity/

"আমি চাকরী করবো না, চাকরী দিবো"

Image
অভিজাত পরিবারে জন্ম নেয়া মেয়েটির উদ্যোক্তা হবার স্বপ্ন ঘুড়ি উড়িয়েছেন অপার আকাশে। যদিও পুরো আকাশ ছিলো কালো মেঘের দখলে। একে একে পরিবারের অনেকেই যখন দেশের বাহিরে চলে যায়। তখন তার মনের অবস্থা কেমন যাচ্ছিলো জানার বা বোঝার মানুষগুলোই কাছে ছিলো না বরং তারও যাওয়া ফরজ হয়ে উঠে। কিন্তু না, তার দেশ, মাটি ও জন্মভিটা কুড়িগ্রাম ছাড়লেন না। নদীরঙিন মায়ের কোল আঁকড়ে ধরে শৈশব, কৌশরের দায় এড়াতে না পেরে থেকে গেলেন। আবিষ্কার করলেন নিজেকে। ভাবলেন নারী হয়ে নারীদের কর্ম মুখি করা উপায় কি? নারীদের নিজ দেশে, নিজ জন্ম ভিটায় স্বাবলম্বী করার কর্মপরিকল্পনা আবিষ্কার করলেন। ২০০২ সালে গড়ে তোলেন প্রথম বিউটি পার্লার বরের অমতে কোমলপ্রাণ ছটপট করছিলো। ভালো লাগছিলো না কোনো কিছুই—এমন দেখে শশুরের সহযোগিতায় আপন ঘরের ড্রেসিং টেবিল দিয়ে কুড়িগ্রামে একমাত্র বিউটি পার্লার 'নন্দিনী' প্রতিষ্ঠা করেন জুলিয়া ইয়াসমিন রত্না। শিখিয়েন (ট্রেনিং) করিয়েছেন। প্রতিষ্ঠান ও গড়ে দিয়েছেন অনেককে। এখন তারা সকলেই সফল উদ্যোক্তা (বিউটিশিয়ান)। এরপর ২০০৬ এ স্বাদ কনফেকশনারী। ২০১৬ 'ইষ্টিকুটুম' রেস্টুরেন্ট এরপর গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে ...

উদীচী চট্টগ্রামের সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত

Image
একাত্তরের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও সাহিত্যিক এবং উদীচী চট্টগ্রামের সভাপতি বেগম মুশতারী শফীর জীবনাবসান হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল চারটায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম মুশতারী শফী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৩ বছর বয়সী বেগম মুশতারী শফী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগও ছিল। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলায়। ১৯৭১ সালের এপ্রিলে মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর স্বামী মোহাম্মদ শফী এবং ছোট ভাই এহসানকে পাকিস্তানের সেনাবাহিনী নির্মমভাবে হত্যা করে। তাঁর পরিবার একাত্তরে চট্টগ্রামে স্বাধীনবাংলা বেতারকেন্দ্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পুরোসময় তিনি ওই বেতারকেন্দ্রের শব্দসৈনিক হিসেবে হিসেবে কাজ করেন। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন স্মৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি একাধিক গ্রন্থ প্রকাশ করেন। এছাড়া ষাটের দশক থেকে তিনি ন...

প্রকাশিত হলো ইউসুফ আলমগীর সম্পাদিত অণুগল্প সংকলন ‘ড্যাস’

Image
দেড় দশক পর প্রকাশিত হলো ইউসুফ আসমগীর সম্পাদিত অণুগল্প সংকলন ‘ড্যাস’ এর তৃতীয় সংখ্যা৷ ২০০৪ এ প্রথমবারের মতো ড্যাস প্রকাশিত হয়, দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয় পরের বছরই৷ কিন্তু এরপর দীর্ঘ বিরতি! এইবার বিরতি কাটিয়ে ১৬ই ডিসেম্বর (২০২১) কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিনদিনের বিজয় উৎসবে গল্পকার জুলকারনাইন স্বপন, নাট্যকার হেলাল জাহাঙ্গীর প্রমুখের হাতে প্রকাশিত হলো সংখ্যাটি৷ এবারের সংখ্যায় ভারত ও বাংলাদেশের ৩৪ জন লেখকের ৩৬টি অণুগল্প রয়েছে৷ মলাটবদ্ধ গল্পকারগণ হলেন: মলয় রায়চৌধুরী, হরিৎ বন্দোপাধ্যায়, আহমেদ তানভীর, জুলকারনাইন স্বপন, শফিক হাসান, দুপুর মিত্র, মাহমুদ আল হেলাল উজ্জামান, ফেরদৌস হৃদয়, আদিবা নুসরাত, আবির আবরাজ, মেহেদী হাসান তন্ময়, ইউসুফ আলমগীর, কেশব মেট্যা, ভীষ্মদেব সূত্রধর, সাম্য রাইয়ান, মাহফুজুর রহমান লিংকন, অভিজিৎ বসু, বাদল ধারা, অরিন্দম গোস্বামী, শামসুল কিবরিয়া, মরিয়ম মেরিনা, নিত্যরঞ্জন দেবনাথ, এনামুল রেজা, নুসরাত জাহান, শামীম সৈকত, অন্তর চন্দ্র, আশুতোষ বিশ্বাস, রোমেল রহমান, জাহানুর রহমান খোকন, রইস মুকুল, সৌমেন দেবনাথ ও হোসাইন মাইকেল৷ অনূদিত জেনগল্প: রাজীব দ...

প্রকাশিত হচ্ছে সাম্য রাইয়ানের কবিতার বই ‘লিখিত রাত্রি’

Image
‘এই মাঝরাতে ক্যান তুমি দূরের পাখি হৈলা কও?’, লিখেছিলেন কবি, লেখক ও সম্পাদক সাম্য রাইয়ান। তার নতুন বই ‘লিখিত রাত্রি’ (২০২২)। অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ কবিতার এই বইটি প্রকাশ করবে ঘাসফুল প্রকাশনী। লোকাল ট্রেনের জার্নাল  সাম্য রাইয়ান প্রচ্ছদ : রাজিব দত্ত ৫৫টি কবিতা নিয়ে ‘লিখিত রাত্রি’ আসছে পাঠকের কাছে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বইটি থাকবে ঘাসফুল প্রকাশনীর স্টলে৷ চোখের ভেতরে হার্মিং বার্ড সাম্য রাইয়ান প্রচ্ছদ : শামীম আরেফীন লেখক জানালেন, ‘লিখিত রাত্রি’ বইটির প্রচ্ছদ করেছেন কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত। ২০১৫ সালের জুন ও জুলাই মাসে পঞ্চান্ন পর্বের এই সিরিজটি রচিত হয়েছিলো। মার্কস যদি জানতেন সাম্য রাইয়ান প্রচ্ছদ: রাজিব দত্ত এতে উঠে এসেছে রাত্রির নানা রূপময় চিত্র৷ রাতের পথঘাট থেকে শুরু করে রাতের আকাশ, চাঁদ, নাইটগার্ড, বেশ্যা, পথচারী, ট্রাকড্রাইভার, কুকুর কোনো কিছুই কবির চোখ এড়ায়নি৷ রাত্রির সাথে প্রাণ-প্রকৃতির সম্পর্ক, সম্পর্কের জটিল স্তর সকল কিছু উঠে এসেছে এই সিরিজ কবিতায়৷ পঞ্চান্ন পর্বের কবিতায় পঞ্চান্ন রকম বর্ণনা রয়েছে রাতের৷ সাম্য রাইয়ানের জন্ম কুড়িগ্রামে। বেড়ে ওঠাও সেখানেই। তিনি লেখ...

কুড়িগ্রামে ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

Image
‘রুখো শিক্ষা বাণিজ্য–রাষ্ট্রীয় সন্ত্রাস, সাম্রাজ্যবাদ / ভাঙ্গো মৌলবাদের বিষদাঁত, আনো নতুন প্রভাত’ এই শ্লোগানকে ধারণ করে আজ শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ সকাল ১০:৩০ টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ নতুনের মা শামসুন্নাহার সম্মেলনের উদ্বোধন করেন৷ উদ্বোধন শেষে শতাধিক ছাত্রের অংশগ্রহনে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷ এরপর শহীদ মিনারের সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি নেজামুল হক বিলু, বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি রওশন আরা চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ও সাবেক ছাত্রনেতা এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ, কেন্দ্রীয় নেতা সুমাইয়া সেতু প্রমূখ৷ দুপুরের খাদ্য বিরতির পর কাউন্সিল অধিবেশন শুরু হয়৷ উক্ত অধিবেশনে অনিরুদ্ধ প্রণয় প্রান্তিককে সভাপতি, রিদওয়ান ইসলাম পর্বকে সাধারণ সম্পাদক ও কৌশিক মোহন্তকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়৷ নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু৷