মোকলেছুর রহমানের নতুন কবিতার বই ‘সব বৃক্ষ মহোদয় হয় না’

“সব বৃক্ষ মহোদয় হয় না বিষবৃক্ষও হয়! আপন রন্ধ্রে অক্সিজেন শুষে, যাপিত পরিপার্শ্বে দৃষ্টির অন্তরালে ফণা তোলে। জিগাতে না ফোটে ফুল, না ঝোলে ফল আরও বনষ্পতি হয়। তথাপি অবিরাম নত-শিরে শ্রদ্ধা তোমায়, চিরায়ত স্বভাবে ছায়া তো দাও।” মোকলেছুর রহমানের জন্ম কুড়িগ্রামে৷ কবিতা তার অন্তরমহলের খড়কুটো। কবিতার জলহাওয়ায় তার অনিঃশেষ পথচলা এক যুগ ছাড়িয়েছে৷ অতঃপর কবি উদ্যোগী হলেন প্রথম কবিতার বই প্রকাশে৷ তার কবিতার জগৎ অন্তর্জগতের মনোবেদনা নিসৃত আলো আঁধারের সম্মিলন। কবি সম্পাদনা করেন ‘শ্বেতপত্র’ নামীয় লিটল ম্যাগাজিন৷ সব বৃক্ষ মহোদয় হয় না প্রথম কবিতার বই লেখক: মোকলেছুর রহমান প্রচ্ছদ: রাজীব দত্ত দাম: ১৯৫ টাকা প্রকাশক: ঘাসফুল, ঢাকা